Advertisement
Advertisement

Breaking News

Elvish Yadav

সাপের বিষের স্মাগলার ‘বিগ বস ওটিটি’ বিজেতা! দায়ের FIR, পুলিশের নজরে এলভিশ যাদব

এলভিশ যাদব ঘনিষ্ঠদের তুলে নিয়ে গেল পুলিশ।

'Bigg Boss' OTT Winner Elvish Yadav Accused Of Hosting Raves, Snake Venom Found | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:November 3, 2023 2:19 pm
  • Updated:November 3, 2023 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় মরসুমের বিজেতা এলভিশ যাদব (Elvish Yadav) বর্তমানে বেশ পরিচিত নাম। খোদ আলিয়া ভাটও ‘বিগ বস’-এর এই প্রতিযোগীর সমর্থনে সুর চড়িয়েছিলেন। এবার সেই ‘নতুন সেলেব্রিটি’কেই নয়ডার পার্টি থেকে তুলে নিয়ে গেল পুলিশ।

‘বিগ বস ওটিটি’ জেতার পর দিন কয়েক আগেই কোটি টাকা দাবি করে হুমকি ফোন পাচ্ছিলেন এলভিশ। সেই বিপত্তি যেতে না যেতেই, জড়ালেন আইনি গেরোয়! সাপের বিষ নিয়ে পার্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নয়ডা পুলিশ। জানা গিয়েছে, নয়ডার সেক্টর ৫১- সেভরন ব্যোঙ্কোয়েটে রেড চালিয়েছিল পুলিশ। সেখানেই স্বল্পবসনা মহিলাদের নিয়ে বন্ধুদের সঙ্গে উদ্দাম পার্টি করছিলেন এলভিশ যাদব। সেই পার্টি থেকেই উদ্ধার হয় ২০ মিলিলিটার সাপের বিষ। এখানেই শেষ নয়! এর থেকেও আরও চমকপ্রদ তথ্য জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: সলমনের উপর ‘মেহেরবান’ সেন্সর বোর্ড, কোনওরকম কাঁচি ছাড়াই ছাড়পত্র পেল ‘টাইগার ৩’!]

যেখানে পার্টি হচ্ছিল, সেখানে তল্লাশি চালিয়ে পাঁচটি গোখরো, একটি অজগর সাপ-সহ বেশ কয়েকটি বিষধর সাপও উদ্ধারও হয়েছে। ঘটনাস্থলেই এলিভিশের ঘনিষ্ঠ ৫ জনকে আটক করেছে নয়ডা পুলিশ। তবে ঠিক সেইসময়ে সেখানে ‘বিগ বস ওটিটি’ বিজেতা উপস্থিত না থাকলেও গৌরব গুপ্ত নামে জনৈক পশু কল্যাণ আধিকারিক এলভিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ, বিদেশি মহিলাদের সাপের বিষ ও মাদক বিক্রি করতেন তিনি।

[আরও পড়ুন: একের পর এক সিনেমা ফ্লপ, মনের কষ্ট দূর করতে কৃষ্ণের শরণাপন্ন কঙ্গনা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement