Advertisement
Advertisement
Bigg Boss 14 news in Bengali

আগামী মাসে গোড়াতেই শুরু সলমনের ‘বিগ বস ১৪’, কারা অংশ নিচ্ছেন?

দেখে নিন তালিকা।

Bigg Boss 14 news in Bengali: Here is the list of contestants in Salman Khan’s show | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 23, 2020 7:36 pm
  • Updated:September 24, 2020 1:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ‘আব সিন পালটেগা’। পরিবর্তনের এই স্লোগান নিয়ে আসছে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর (Bigg Boss 14) নতুন মরশুম। ঘটা করে প্রোমোও প্রকাশ করেছেন সঞ্চালক সলমন খান (Salman Khan)। সঙ্গে রয়েছেন গত বছরের বিজেতা সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)। করোনা (CoronaVirus) সংকটের আবহে রিয়ালিটি শোয়ের সৌজন্যেই শুটিং ফ্লোরে ফিরেছেন সলমন। সুরক্ষা বিধি মেনে করছেন শুটিং। ৩ অক্টোবর টেলিভিশনের পর্দায় শোয়ের সূচনা হবে ‘বিগ বস ১৪’র। তার আগে প্রকাশ্যে এসেছে কিছু প্রতিযোগীদের নাম।

তালিকায় প্রথমেই রয়েছেন বঙ্গললনা টিনা দত্ত (Tina Datta)। ‘উত্তরণ’ ধারাবাহিকের মাধ্যমে হিন্দি টেলিভিশনের তারকা তকমা পান টিনা। বর্তমানে তেমন কোনও কাজ তাঁর হাতে নেই।

Advertisement

আরেক টেলিভিশন অভিনেত্রী ন্যায়না সিং (Naina Singh)। রিয়ালিটি শো ‘স্প্লিটস ভিলা’ জিতে টেলিভিশনের জগতে প্রবেশ করেন ন্যায়না। পরে ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের সঙ্গে যুক্ত হন। সেই সিরিয়াল ছাড়ার পরই নাকি ‘বিগ বস ২০২০’তে (Bigg Boss 2020) যোগদানের সুযোগ পান ন্যায়না।

হিন্দি টেলিভিশনের আরেক তারকা জাসমিন ভাসিন (Jasmin Bhasin)। ‘নাগিন’, ‘দিল সে দিল তক’ ধারাবাহিকে অভিনয় করেছেন জাসমিন। গত বছরও ‘বিগ বস’-এর ঘরে গিয়েছিলেন কিন্তু সিদ্ধার্থ শুক্লার বন্ধু হিসেবে।

[আরও পড়ুন: বোতাম খোলা শার্টে সুস্পষ্ট অন্তর্বাস, দুষ্টুমির মেজাজে ইনস্টাগ্রামে উষ্ণতা ছড়ালেন পায়েল সরকার]

রাহুল বৈদ্যকে (Rahul Vaidya) মনে আছে? রিয়ালিটি ইন্ডিয়ান আইডলের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন এই গায়ক। তারপর একাধিক রিয়ালিটি শোয়ে অংশগ্রহণ করলেও স্মৃতির অতলে তলিয়ে যেতে বসেছিলেন।

এবার এক দক্ষিণী সুন্দরীকেও দেখা যেতে পারে ‘বিগ বস’-এর অন্দরমহলে। নাম নিকি তাম্বোলি (Nikki Tamboli)। একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন নিকি। উল্লেখ যোগ্য রাঘব লরেন্সের ‘কাঞ্চনা’ সিরিজ। হরর কমেডি ‘কাঞ্চনা’রই রিমেক অক্ষয় কুমারের (Akshay Kumar) ‘লক্ষ্মী বম্ব’ ছবিটি।

হিন্দি টেলিভিশনের শাহরুখ খান নামেই ডাকা হয় করণ প্যাটেলকে (Karan Patel)। নিজের মেজাজের জন্য বিখ্যাত করণ। সদ্য একতা কাপুরের ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকের শুটিং শেষ করেছেন। এবার নাকি ‘বিগ বস’ মাতাবেন এই তারকাও।

হিন্দি টেলিভিশনে বহু দিন ধরে কাজ করছেন এজাজ খান (Eijaz Khan)। এক সময় তরুণীদের হার্ট থ্রব ছিলেন। ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’, ‘কাহানি ঘর ঘর কি’র মতো ধারাবাহিকে নজর কেড়েছিলেন।

টেলভিশনের জগতে মিষ্টি মেয়ে হিসেবে পরিচিত জিয়া মানেক (Gia Manek)। ‘সাত নিভানা সাথিয়া’ ধারাবাহিকে গোপী বহুর চরিত্রে জনপ্রিয়তা পেয়েছিলেন।

হিন্দি সিনেমায় ‘কেয়া সুপার কুল হ্যায় হাম’, ‘যমলা পাগলা দিওয়ানা ২’র মতো সিনেমার মাধ্যমে নিজের পরিচিতি গড়ার চেষ্টা করেছেন নেহা শর্মা (Neha Sharma)। সূত্রের খবর মানলে এবার ‘বিগ বস’-এর মাধ্যমে দর্শকদের দরবারে পৌঁছে যেতে চান তিনি।

এছাড়াও নাকি ‘বিগ বস’-এর অন্দর মহলে এবার দেখা যাবে ‘স্প্লিটস ভিলা’ খ্যাত পবিত্রা পুনিয়া (Pavitra Punia) এবং হিন্দি টেলিভিশনের কিউট বয় নিশান্ত মালকানিকে (Nishant Malkhani)। শোনা গিয়েছে, প্রত্যেক প্রতিযোগীর করোনা (COVID-19) পরীক্ষা করিয়ে তারপর ‘বিগ বস’-এর ঘরে পাঠানো হচ্ছে। তবে উপরোক্তদের মধ্যে কারা আদতে এই তালিকায় রয়েছে, তা জানা যাবে ৩ অক্টোবর রাতে।  

[আরও পড়ুন: সুশান্ত মামলায় বড় পদক্ষেপ, দীপিকা-সারা-শ্রদ্ধা-রকুলপ্রীতকে সমন পাঠাল NCB]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement