Advertisement
Advertisement
Sidharth Shukla

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ সিদ্ধার্থ শুক্লার বিরুদ্ধে! পালটা দিলেন অভিনেতাও

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

Bigg Boss 13 winner Sidharth Shukla accused of drunk driving, says he was attacked with knife | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 13, 2020 5:08 pm
  • Updated:December 13, 2020 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস ১৩’-এর বিজয়ী তিনি। সেই সিদ্ধার্থ শুক্লাকে (Sidharth Shukla) দেখা গেল নিজের জন্মদিনে রাস্তার মধ্যে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়তে। অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন জনপ্রিয় ওই হিন্দি টেলিভিশন তারকা। সিদ্ধার্থ অবশ্য পালটা অভিযোগ জানিয়ে বলেছেন, তাঁকে ছুরি দেখানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

কী দেখা যাচ্ছে ভিডিওতে? ভিডিওতে নিজের গাড়ির চালকের আসনে বসে থাকতে দেখা গিয়েছে সিদ্ধার্থকে। যিনি ভিডিওটি তুলছিলেন, তাঁকে বলতে শোন‌া যায়, ‘ইনি সিদ্ধার্থ শুক্লা। মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন।’ ওই ব্যক্তির অভিযোগ, ওই অবস্থায় গাড়ি চালাতে গিয়ে কাউকে ধাক্কা মেরেছেন অভিনেতা। ভিডিওয় তাঁকে আরও বলতে শোনা যায়, ‘‘আপনি বিনা কারণে গরিব মানুষটিকে মারলেন? মারলেন তো? এখন টপিক বদলাচ্ছেন কেন? একদম বদলাবেন না।’’

Advertisement

[আরও পড়ুন: বলিউডে পা রাখতে চলেছেন আমির খানের ছেলে! জুনেদকে ঘিরে কৌতূহল তুঙ্গে]

এমন অভিযোগের উত্তরে পালটা অভিযোগ জানাতে শোনা গিয়েছে সিদ্ধার্থকে। তাঁর দাবি, তাঁকে ছুরি নিয়ে আক্রমণ করা হয়েছে। অভিনেতার কথায়, ‘‘ও আমাকে ছুরি দেখিয়েছে।’’ পরে সিদ্ধার্থ এই অভিযোগ থানাতেও জানিয়েছেন। অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শনিবারই ছিল সিদ্ধার্থর জন্মদিন‌। তিনি নিজেই টুইট করে সেই খবর শেয়ার করেন। পরে জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য সমস্ত ফ্যান ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদও জানান তিনি। কিন্তু পরে সেই সুর কেটে যায়। অযথা বচসার মধ্যে পড়ে গিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।

[আরও পড়ুন: আফগান ভূমিতে ক্রিকেটের চেনা গল্প, প্রত্যাশা কতটা পূরণ করতে পারল ‘তোরবাজ’?]

প্রসঙ্গত, শেষবার তাঁকে দেখা গিয়েছিল টনি কক্করের হিট গান ‘সোনা সোনা’য়। সেখানে তাঁর বিপরীতে ছিলেন শেহনাজ কউর গিল। পাশাপাশি এবারের ‘বিগ বস’-এও (Bigg Boss) তি‌নি এসেছিলেন। সিদ্ধার্থের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নতুন মরশুমে ‘সিনিয়র’ হিসেবে আনা হয়েছিল তাঁকে। তবে পরে তিনি শো ছেড়ে চলেও যান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement