Advertisement
Advertisement

Breaking News

Jasleen Matharu

জাসলিনের সঙ্গে সম্পর্ক নিয়ে কী বললেন অনুপ জালোটার প্রাক্তন স্ত্রী?

কেনইবা এতদিন পর মুখ খুললেন?

What Anup Jalota's ex-wife says about relationship with Jasleen Matharu
Published by: Tanujit Das
  • Posted:September 23, 2018 8:55 pm
  • Updated:April 3, 2019 3:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহ অতিক্রম করে ফেলেছে টেলিভিশনের সবচেয়ে বিতর্কিত রিয়্যালিটি গেম শো ‘বিগ বস’৷ প্রথম সপ্তাহ থেকেই জমে গিয়েছে শো৷ বরাবরের মতো এবারের সিজনও দর্শকদের অন্যতম পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে৷ প্রথম সপ্তাহ দেখেই বোঝা যাচ্ছে এবারের ‘বিগ বস’ আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে৷ ঘরের মধ্যে রয়েছে নানান রঙ, নানান স্বভাব ও পেশার মানুষ৷ হাঁটুর বয়সী সঙ্গিনী জাসলিনকে সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করেছেন ভজন সম্রাট অনুপ জালোটা৷ প্রথম দিন থেকেই টেলিটাউনের হট টপিক তাঁদের জুটি৷ অনুপের সঙ্গে জাসলিনের সম্পর্ক নিয়ে আগেই মুখ খুলেছেন জাসলিনের বাবা৷ এবার মৌনতা ভাঙলেন অনুপ জালোটার প্রাক্তন স্ত্রী সোনালি রাঠৌর৷

[বর্ণবৈষম্যের শিকার শিল্পা, সোশাল মিডিয়ায় প্রতিবাদ অভিনেত্রীর]

Advertisement

জাসলিন ও অনুপের প্রেম নিয়ে কেবল দর্শকদের মধ্যেই কৌতূহল তৈরি হয়নি৷ পাশাপাশি, তাঁদের সম্পর্কে বিশদে জানতে চান ‘বিগ বস ১২’-র অন্যান্য প্রতিযোগীরাও৷ সেই কারণেই প্রথম সপ্তাহে ‘সাংবাদিক সম্মেলন’ টাস্কে একাধিক জটিল প্রশ্নের মুখোমুখি হতে হয় এই অসম বয়সের জুটিকে৷ সাফল়্যের সঙ্গে অন্যান্য প্রতিযোগীদের ছোঁড়া বাউন্সার সামলে দেন এই গুরু-শিষ্যা জুটি৷ রাখঢাক না করেই তাঁদের সম্পর্কের বিষয়ে খোলামেলা উত্তর দেন তাঁরা৷ এমনকী, তাঁর মেয়ের সঙ্গে বয়স্ক অনুপের প্রেমের কাহিনি সম্পর্কে মুখ খোলেন জাসলিনের বাবা কেসর মাথারা৷ তিনি বলেন, “শুধু আমি নই, গোটা পরিবারই এমন খবরে অবাক হয়েছে৷ কিন্তু যতক্ষণ না মেয়ের সঙ্গে মুখোমুখি দেখা হচ্ছে, ততক্ষণ ওর ব্যক্তিগত জীবন নিয়ে কোনও মন্তব্য করতে চাই না৷ ও এখন বিগ বসের ঘরে৷ আমরা চাই ভালভাবে খেলে জিতে ফিরুক৷ শোয়ে আরও অনেক প্রতিযোগী রয়েছে যাঁরা অতীতে নানা বিতর্কে জড়িয়েছেন৷ আমার মেয়ে তো ভুল কিছু করেনি৷ তাই ওর পাশেই আছি৷ শুধু চাই বিগ বসে গিয়ে নিজের নাম উজ্জ্বল করুক৷”

[‘লাভযাত্রী’ নিয়ে সলমনের বিরুদ্ধে মামলা দায়ের বিহারে]

এবার, তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে জাসলিনের সম্পর্কের বিষয়ে মৌনতা ভাঙলেন অনুপ জালোটার প্রাক্তন স্ত্রী সোনালি৷ প্রাক্তন স্বামীর বর্তমান সম্পর্কের বিষয়ে তাঁর কোনও অভিযোগ নেই বলেই জানান তিনি৷ বলেন, ‘বিগ বস দেখছি না৷ আমি নিজের বর্তমান জীবন নিয়ে সুখে রয়েছি৷ তবে অনুপ ও জাসলিনকে তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য আগাম শুভেচ্ছা৷’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement