Advertisement
Advertisement

Breaking News

বেজায় ব্যস্ত ভাইজান, কিন্তু কীসের এত ব্যস্ততা তাঁর?

আসল কারণটা কী?

Bigg Boss 12: Salman Khan shoots the first promo
Published by: Sayani Sen
  • Posted:August 11, 2018 7:52 pm
  • Updated:August 11, 2018 7:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস’ নিয়ে দর্শকদের আগ্রহের সীমা নেই৷ কবে আবার ড্রয়িংরুমে ধরা দেবেন বলিউডের ভাইজান তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে৷ বিগ বসের ঘরে এবার কারা কারা এন্ট্রি নিচ্ছেন, তারও মোটামুটি ধারণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে সকলেই৷ আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা৷ সব ঠিকঠাক থাকলে ১৬ সেপ্টেম্বর থেকে সম্প্রচার শুরু হবে এই টেলি-শোর৷ কিন্তু বলিউডের ভাইজান এখন ব্যস্ত প্রোমো শুটিংয়ের কাজে৷

[যৌনতায় ভরপুর এবারের ‘বিগ বস’, নয়া চমক দেবেন সলমনও]

বিগ বস ১২-র প্রোমো শুট করে ফেললেন ভাইজান৷ প্রোমোয় ‘দাবাং’ রূপেই দেখা গিয়েছে তাঁকে৷ সেই একইরকম উচ্ছ্বলতা ধরা পড়েছে প্রোমোয়৷ অসাধারণ নাচের ভঙ্গিমায় দর্শকদের কাঁপিয়ে দিয়েছেন সল্লুভাই৷ প্রোমোয় থাকছে ‘জওয়ানি ফির না আয়ে’-র নাচের দৃশ্য৷ ‘মুঝসে শাদি কারোগি’-র সলমনের লুকস এখনও ভুলতে পারেনি অনেকেই৷ সেই নাচের দৃশ্যও রাখা হয়েছে ‘বিগ বস’-র প্রোমোয়৷ সলমনের ‘দাবাং’ লুককে কাজে লাগানো হয়েছে ওই প্রোমোয়৷ সূত্রের খবর, আকর্ষণীয় ভঙ্গিমায় বিগ বসের ঘরের কাহিনি প্রোমোয় ফুটিয়ে তোলারই কাজ চলছে৷ কানাঘুষো চলছে প্রোমোয় নাকি ‘টাইগার জিন্দা হে’ সিনেমার ‘দিল দিয়া গাল্লা’ গানও শোনা যাবে ভাইজানের গলায়৷ ইতিমধ্যেই প্রোমো শুটের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে ‘রাম লক্ষ্মণ’, ‘শোলে’ ও ‘করণ অর্জুন’ সিনেমার পোস্টার দেওয়া ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন সল্লু ভাই৷ বিগ বসের প্রোমো প্রতিবছরেই নজর কাড়ে দর্শকদের গত সিজনেই ‘বিগ বস’-র প্রোমো নজর কেড়েছিল তাঁদের৷ প্রোমোয় মৌনীর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিল ভাইজান৷

Advertisement
[‘কমলিকা’র চরিত্রে হিনা খান, কী বললেন উর্বশী ঢোলাকিয়া?]

[OMG! সানি লিওনের পর ‘বিগ বস ১২’-এ দেখা যাবে এই পর্নস্টারকে!]

শুধু প্রোমোই নয়, এবারের ‘বিগ বস’-এ রয়েছে আরও চমক৷ সানি লিওনের পর ফের এক পর্নস্টারকে দেখা যাবে বিগ বস-এর সংসারে৷ আসতে চলেছেন শান্তি ডায়নামাইট। ওই প্রতিযোগীকে নিয়ে যতদিন যাচ্ছে ততই চড়ছে উত্তেজনার পারদ৷ এছাড়াও থাকছেন সদ্য চারহাত এক হওয়া মিলিন্দ সোমন ও অঙ্কিতা কোনওয়ার, দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিমের জুটিও এবার ‘বিগ বস’-এর অন্দরমহলের বাসিন্দা হতে চলেছেন৷ এছাড়াও থাকছেন আরও অনেকেই৷

[একমাস পরেই আসছে ‘বিগ বস ১২’, পিছোচ্ছে ‘খতরোঁ কে খিলাড়ি’র সম্প্রচার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement