ছবি ফেসবুক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই সপ্তাহের টিআরপি তালিকায় বড়সড় বদল ঘটে গেল। প্রথম পাঁচ থেকে ছিটকে গেল বেশ কিছু নামকরা মেগা সিরিরাল। বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই চোখ কপালে ওঠার জোগাড় সকলের। প্রথম স্থান এই সপ্তাহেও অপরিবর্তিত। কিন্তু চমকে দিয়েছে দ্বিতীয় স্থানাধিকারী। আবার প্রথম সপ্তাহেই তালিকায় দশের মধ্যে জায়গা করে নিয়েছে দুই নতুন ধারাবাহিক।
এই সপ্তাহেও প্রথম স্থান ধরে রেখেছে জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। তাদের প্রাপ্ত নম্বর ৬.৮। বছরের শুরু থেকেই প্রথম স্থান নিজেদের দখলে রেখেছে এই ধারাবাহিক। চলতি সপ্তাহেও তার কোনও হেরফের ঘটেনি। তবে তাদের প্রাপ্ত নম্বর কিছুটা হলেও কমেছে। গত সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ছিল ৭.২।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এই সপ্তাহের সবচেয়ে বড় চমক। স্থানটি দখল করেছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’। তাদের এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৬.৭। গত সপ্তাহেও তারা বেশ কিছুটা পিছনে ছিল। তাদের নম্বর ছিল ৬.৩। বলাই যায় একলাফে অনেকটাই এগিয়ে এসেছে এই মেগা। এবার আসা যাক তৃতীয় স্থানের কথায়। ‘জগদ্ধাত্রী’ রয়েছে তৃতীয় স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৬.৬। বরাবরই জি বাংলার এই ধারাবাহিক প্রথম তিনে নিজের জায়গা ধরে রাখে। এবারও তাই হয়েছে। একই সঙ্গে তাদের প্রাপ্ত নম্বরও কিছুটা বেড়েছে। গত সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ছিল ৬.৫।
চতুর্থ স্থান দখল করেছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘পরশুরাম’। ১০ মার্চ শুরু হয়েছে এই মেগা সিরিয়াল। প্রথম সপ্তাহেই টিআরপি তালিকার প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে ইন্দ্রজিৎ-তৃণা সাহা অভিনীত এই ধারাবাহিক। তালিকার পঞ্চম স্থান এই সপ্তাহে রয়েছে ‘কথা’র দখলে। চমকে দেওয়ার মতো আরও একটি বিষয় হল এই সপ্তাহের প্রথম পাঁচের তালিকা থেকে ছিটকে গিয়েছে ‘ফুলকি’, ‘গীতা এলএলবি’র মতো জনপ্রিয় ধারাবাহিক। এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৬.১। তারা যৌথ ভাবে রয়েছে ষষ্ঠ স্থানে। এবার ৫.৯ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে রয়েছে জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ , নতুন ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ এবং স্টার জলসার ‘গৃহপ্রবেশ’। অষ্টমে রয়েছে ‘চিরসখা’। ৫.৫ তাদের প্রাপ্ত নম্বর। ৫.৩ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে ‘মিত্তির বাড়ি’। আর দশমে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.