Advertisement
Advertisement

Breaking News

ভোল পালটে লাস্যময়ী প্রাক্তন বিগ বস প্রতিযোগী

দেখুন তাঁর নয়া অবতারের নমুনা-

Big Boss contestant Lokesh Kumari looks sizzling hot after shedding flab
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2017 1:41 pm
  • Updated:October 5, 2019 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগ বস যাঁরা দেখেন, লোকেশ কুমারী নামটা তাঁদের কাছে মোটেও অপিরিচিত নয়। কৃষ্ণবর্ণ মেয়েটির অদ্ভুত কথা বলার ভঙ্গী নজর কেড়েছিল সকলের।  কিছু ভাল, কিছু মন্দ অভিজ্ঞতা ছিল হাই প্রোফাইল সে ঘরের অন্দরে। যাতে অল্প সময়ের জন্য হলেও দর্শকদের মাতিয়ে রেখেছিলেন তিনি।

[৭৫ বছর বয়সেও তিনিই বলিউডের ব্যস্ততম অভিনেতা]

সোনালি সেই অতীত পরিচিতি দিয়েছে লোকেশকে।  নিজের খেয়াল রাখতে শিখিয়েছে। নিজের খেয়াল রাখতে গিয়েই অসাধ্য সাধন করেছেন বিগ বস খ্যাত তরুণী। নিজের ওজন কমিয়েছেন কয়েক কিলোগ্রাম। আর তাতে সম্পূর্ণ পালটে গিয়েছে তাঁর লুক।

Gonna #sleep @good night to all of u byyy .TC

A post shared by Lokesh Sharma (@officiallokeshbb10) on

[‘ভূমি’ আঁকড়ে রূদ্রমূর্তিতে ক্যামব্যাক করছেন বলিউডের খলনায়ক]

A post shared by Lokesh Sharma (@officiallokeshbb10) on

ভোলবদলের এই ইচ্ছে লোকেশের বহু আগে থেকেই ছিল। বিগ বসের ঘরে থাকাকালীন সেলিব্রিটিদের কাছে একাধিকবার সুন্দর হওয়ার টিপস চেয়েছিলেন তিনি। পেয়েওছিলেন কিছু। আর বিগ বস পর্ব শেষ হতেই তা পুরোপুরি কাজে লাগিয়েছেন লোকেশ কুমারী।

We ️ need###alldays@workout..###good for health @body

A post shared by Lokesh Sharma (@officiallokeshbb10) on

নিয়মিত জিমে গিয়ে শরীরচর্চা করেছেন লোকেশ। সেই সঙ্গে প্রয়োজনীয় বিউটি ট্রিটমেন্টও করিয়েছেন। ফল? প্রাক্তন বিগ বস প্রতিযোগীর ইনস্টাগ্রাম ফলো করলেই জানা যাবে। কিছু নমুনা দেওয়া রইলো।

Good morning to all

A post shared by Lokesh Sharma (@officiallokeshbb10) on

[ফলের গুণেই মিলবে সুস্থতা, বার্তা দিতে বেপরোয়া এষা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement