সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস’-এর ঘরে শেষ হাসি তিনিই হেসেছেন। তিন মাসেরও বেশি সময় ঘরবন্দি থেকে হিনা খানের থেকে ছিনিয়ে নিয়েছেন ‘বিগ বস ১১’-র সেরার শিরোপা। সলমন খান শূন্যে তুলে ধরেছেন তাঁরই হাত। সারা বিশ্ব সাক্ষী হয়েছে সে মুহূর্তের।
And the winning moment ❤️
AAAAAH SHILPA SHINDE..
So so so so proud to have supported you from the very beginning.. thankyou for being YOU and never being apologetic about it.#ShilpaShinde #BBFinale pic.twitter.com/RT10UlEtun— Vipra.💥 (@Viipra) January 14, 2018
[ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন হলেন এই জনপ্রিয় অভিনেতা]
নিজের জয়কে অনুরাগীদের উদ্দেশে উৎসর্গ করেছেন শিল্পা শিণ্ডে। সবে এই মুহূর্তগুলো উপভোগ করতে শুরু করেছিলেন টেলিভিশনের ‘ভাবিজি’। এর মধ্যেই নয়া বিপাকে ফাঁসলেন অভিনেত্রী। ইন্টারনেটে ফাঁস হয়ে গেল তাঁর এক বিতর্কিত ছবি।
Bigg Boss 11: Is this the MMS that Shilpa Shinde allegedly accused Vikas Gupta of threatening her with? – … pic.twitter.com/fThB68P9iR
— James Parker (@jamesparker_web) November 4, 2017
[ঢিনচ্যাক পূজার স্কুটিতে সওয়ার সলমন-অক্ষয়, কিন্তু কেন?]
ছবিটি বেশ কিছুদিন আগের। কিন্তু শিল্পা ‘বিগ বস ১১’-র বিজেতা হওয়ার পর থেকেই নতুন করে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিতে শিল্পাকে এক পুরুষের সঙ্গে বিছানায় শায়িত অবস্থায় দেখা যাচ্ছে। যদিও শিল্পার পরিবারের দাবি, এ ছবিটি শিল্পার নয়। কোনওভাবে প্রযুক্তি ব্যবহার করে তাঁর সম্মান নষ্ট করার চেষ্টা হচ্ছে। একই দাবি করেছেন শিল্পার বন্ধুরা। তাঁদের দাবি বহুদিন ধরেই শিল্পাকে দেখছেন তাঁরা। তিনি মোটেও এমন মহিলা নন।
বিতর্কের সূত্রেই অবশ্য ‘বিগ বস’-এর ঘরে ঢোকেন শিল্পা। যে ‘ভাবিজি ঘর পে হ্যায়’ সিরিয়াল তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল, সেই শো ছেড়ে আচমকাই বেরিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। পরে শোয়ের প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এরপর ইন্ডাস্ট্রিতে প্রায় একঘরে হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এমন সময়ই ‘বিগ বস’-এর অফার আসে। আর সে সুযোগ বেশ ভালই কাজে লাগিয়েছেন অভিনেত্রী। ঘরের বাসিন্দাদের কাছে নিজের ব্যবহারের জন্য ‘মা’ তকমাও পেয়েছিলেন তিনি। শেষে ট্রফিও উঠেছে তাঁরই হাতে। নিজের ভাবমূর্তি বজায় রাখতে চান অভিনেত্রী। আর তা রাখতে সবরকম চেষ্টা তিনি করবেন বলেই জানা গিয়েছে।
[বলিউডে প্রত্যাখ্যাত, কোস্টারিকায় গিয়ে সুপারস্টার বিহারের এই যুবক]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.