Advertisement
Advertisement

Breaking News

Bhaswar Chatterjee

পাঁজরের হাড় ভেঙে শয্যাশায়ী অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা ভাস্বরের

বর্তমানে 'গীতা এলএলবি' ধারাবাহিকে অভিনয় করছেন বছর পঁচাশির বাসন্তীদেবী।

Bhaswar Chatterjee appeals to CM Mamata Banerjee asking for help of senior actress Basanti Chatterjee
Published by: Sucheta Sengupta
  • Posted:January 14, 2025 4:59 pm
  • Updated:January 14, 2025 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিল লাইফে ছেলে, রিয়েল লাইফেও! অনস্ক্রিন মা অসুস্থ। বাড়ির মধ্যে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙে শয্যাশায়ী বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। কাজ করতে না পেরে ভুগছেন অর্থকষ্টেও। চিকিৎসা করার অর্থও নেই। এহেন পরিস্থিতিতে অর্থসাহায্য চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন রিল লাইফ ছেলে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ফেসবুকে এনিয়ে পোস্ট করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা।

ভাস্বর চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট।

ছোটপর্দার একাধিক ধারাবাহিকে মা, ঠাকুমার ভূমিকায় দেখা গিয়েছে অশীতিপর বাসন্তী চট্টোপাধ্যায়কে। এই মুহূর্তে ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে অভিনয় করছেন বছর পঁচাশির বাসন্তীদেবী। এখানেই তাঁর ছেলের ভূমিকায় রয়েছেন ভাস্বর। অসুস্থতার কারণে এমনতিই নিয়মিত শুটিং ফ্লোরে উপস্থিত থাকতে পারেন না বাসন্তীদেবী। যখনই অভিনয়ের জন্য যেতেন, সহকর্মীরা তাঁকে দেখভাল করতেন। তবে সম্প্রতি নিজের বাড়িতে তিনি পড়ে গিয়েছেন। আর তারপর থেকে শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাঁজরের হাড় ভেঙে শয্যাশায়ী। অর্থাভাবও রয়েছে। তাই ঠিকমতো চিকিৎসাও হচ্ছে না তাঁর।

Advertisement

বর্ষীয়ান অভিনেত্রীর এহেন দুরবস্থার ছবিটা সোশাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ”আবার অসুস্থ, কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুণ কষ্টে দিন কাটছে তাঁর। প্রতিবারের মত Snehasish Chakraborty দা আপ্রাণ সাহায্য করছেন। এছাড়াও সবার কাছে appeal করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তাহলে ওঁর খুব সুবিধে হয়🙏🏻।”

এই পোস্টে ভাস্বর সাহায্যের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়েছেন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও সাহায্যের আবেদন করেছেন অভিনেতা তথা বাসন্তীদেবীর অনস্ক্রিন পুত্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement