Advertisement
Advertisement
Sampurna Lahiri

সাদা-গোলাপি বিকিনিতে লাস্যময়ী মেজাজে বাংলা সিরিয়ালের অভিনেত্রী, চিনতে পারছেন?

জনপ্রিয় ধারাবাহিকেই অভিনয় করছেন ইনি।

Bengali TV actress goes bold in Bikini | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 4, 2023 7:10 pm
  • Updated:April 4, 2023 7:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলা টেলিভিশনের পর্দায় তাঁকে নিয়মিত দেখেন দর্শকরা। সেখানে কখনও তিনি ভাল, কখনও আবার মন্দ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একেবারে নিজস্ব ছন্দে থাকেন। দিব্যি সাদা-গোলাপি বিকিনি পরে ক্যামেরার সামনে পোজ দেন।

Sampurna-Lahiri-1

Advertisement

ভাবছেন কার কথা বলা হচ্ছে? ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের সুহানা ওরফে সম্পূর্ণা লাহিড়ী। কখনও স্যুইমিং পুলে, কখনও আবার তার পাশে লাস্যময়ী মেজাজে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।

Sampurna-Lahiri-3

[আরও পড়ুন: শিল্পের কাছে ক্যানসারও তুচ্ছ! কেমোথেরাপির পরও মঞ্চ মাতাচ্ছেন বাঙালি নৃত্যশিল্পী]

কিছুদিন আগেই থাইল্যান্ড গিয়েছিল টিম ‘বাংলা মিডিয়াম’। ভিকি ও ইন্দিরার মধুচন্দ্রিমার দৃশ্য সেখানে শুট হয়। সোহিনী ওরফে সম্পূর্ণাও ছিলেন সেখানে। ছবিটি থাইল্যান্ডের কিনা তা জানা যায়নি। তবে সম্পূর্ণাকে সাজিয়েছেন অঞ্জন দে। স্টাইলিং বিবো বিপের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sampurna Lahiri (@sampurnalahiri)

অনিকেত চট্টোপাধ্যায়ের ‘গোড়ায় গণ্ডগোল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিনয় শুরু করেন সম্পূর্ণা। তারপর ‘অ্যাক্সিডেন্ট’, ‘পাঁচ অধ্যায়’, ‘ব্যোমকেশ ফিরে এলো’, ‘দুর্গা সহায়’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘বউ কেন সাইকো’, ‘ডার্ক ওয়েব’-এর মতো সিরিজও রয়েছে তাঁর ঝুলিতে। ‘বাংলা মিডিয়াম’-এর আগে ‘নজর’ ধারাবাহিকে ডাইনির ভূমিকায় অভিনয় করেছেন সম্পূর্ণা। এখন সুহানা হিসেবে দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sampurna Lahiri (@sampurnalahiri)

[আরও পড়ুন: আচমকা গায়েব YouTube চ্যানেল, চূড়ান্ত হতাশ ইমন, ফেসবুকে জানালেন তীব্র প্রতিবাদ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement