সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: ফের মদ্যপদের দৌরাত্ম্যের সাক্ষী রাতের কলকাতা৷ মডেল, বক্সারের পর এবার হেনস্তার শিকার টেলিজগতের এক অভিনেতা৷ বৃহস্পতিবার রাতে শুটিং সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলেন অভিনেতা জিতু কমল৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেই ঘটনার কথা জানিয়েছেন তিনি৷ পাটুলি থানায় ঘটনার অভিযোগ দায়ের করেছেন জিতু৷ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ৷ অভিনেতার হেনস্তার প্রসঙ্গে ফের প্রশ্নের মুখে রাতের তিলোত্তমার নিরাপত্তা৷
প্রায় প্রতিদিনই শুটিং সেরে বাড়ি ফিরতে রাত হয় জিতু কমলের৷ অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাত প্রায় দুটো নাগাদ সোদপুরের বাড়িতে ফিরছিলেন টেলি অভিনেতা৷ তাঁর দাবি, বাইপাসের ধারে তাঁর ফেরার রাস্তায় প্রায় প্রতিদিনই মদ্যপদের দৌরাত্ম্য লক্ষ্য করেছেন৷ এদিনও একই ব্যাপার। অভিযোগ, সেখানেই একটি গাড়ি তাঁর গাড়িতে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে। ওই গাড়িটিকে ধাওয়া করেন জিতু৷ গাড়িচালক এবং আরোহীরা তাঁকে নানা অশ্রাব্য গালিগালাজ করে এবং হুমকি দেয় বলেও অভিযোগ৷ টেলি অভিনেতার আরও অভিযোগ, অস্ত্র বের করে ওই গাড়ির আরোহীরা তাঁকে প্রাণহানির হুমকি দেয়৷
এই ঘটনার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও বিস্ফোরক অভিযোগ করেছেন অভিনেতা৷ জিতুর কথায়, পুলিশের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল ঠিকই৷ বেশ দায়সারাভাবে পরেরদিন সকালে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে৷ এমনই দাবি ছোটপর্দার জনপ্রিয় মুখের৷
একদিকে হেনস্তা এবং অন্যদিকে পুলিশি নিষ্ক্রিয়তা – দুয়ে মিলে মানসিকভাবে বিপর্যস্ত জিতু৷ বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন টেলি অভিনেতা৷ প্রথমে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করেন জিতু৷ অভিনেতা লেখেন, “রাতে শুটিং শেষ করে ফিরছি, মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে ‘দাদারা’ মারেন প্রথমে…তারপর চলে গালি..তারপর মেরে ফেলার হুমকি…হাহাহাহা! কী অবাক পরিবেশ৷” এরপরই ফেসবুক লাইভ করেন জিতু কমল৷ রাতের অভিজ্ঞতার কথা জানান তিনি৷ পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা৷
হেনস্তা কাণ্ডে মডেল উষসীও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছিলেন৷ তারপর লালবাজারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল৷ কিন্তু তাতেও পরিস্থিতি যে এতটুকু বদলায়নি, জিতু কমলের ফেসবুক লাইভেই মিলল তার প্রমাণ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.