Advertisement
Advertisement

Breaking News

Bengali serial TRP

ভালো টিআরপির জেরেই ঠাকুরপুকুরে মর্মান্তিক পরিণতি! এবারের মার্কশিটে কারা কোথায়?

এই সপ্তাহেও টিআরপি তালিকায় শীর্ষস্থান ধরে রাখল 'পরিণীতা'।

Bengali serial TRP breaking; who stayed where

ছবি ফেসবুক

Published by: Manasi Nath
  • Posted:April 10, 2025 4:50 pm
  • Updated:April 10, 2025 5:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিআরপি তালিকায় ভালো ফল করেছে ধারাবাহিক! আর সেই সাফল্য উদযাপন করতে রাতভর পার্টি! মদ্যপ পরিচালকের হাতে গাড়ি দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যু, বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় তোলপাড় চলছে গোটা টলিউড জুড়ে। টেলিপাড়ার কার্যত প্রায় সকলেই মুখ খুলেছেন এই ঘটনার বিরুদ্ধে। এমনকী যে সিরিয়ালকে ঘিরে এতো কাণ্ড সেই ‘ভিডিও বৌমা’র অভিনেতা থেকে পরিচালক সবই বদল হয়েছে এই ঘটনার জেরে। সেই আবহেই এসে গেল এই সপ্তাহের টিআরপি তালিকা। টেলিপাড়ার আশঙ্কা ছিল এই ঘটনার প্রভাব পড়বে টিআরপি তালিকায়। যদিও তেমনটা ঘটেনি। ফলে কিছুটা হলেও আশ্বস্ত বাংলা টেলি দুনিয়া।

বিগত কয়েক মাসের ধারা অব্যাহত রেখে এই সপ্তাহেও টিআরপি তালিকায় নিজেদের শীর্ষস্থান ধরে রাখল জিবাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকটি। তাদের এই সপ্তাহের প্রাপ্ত নম্বর ৭। জিবাংলার দুই ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ও ‘ফুলকি’র মধ্যে চলছে সেয়ানে সেয়ানে টক্কর। গত সপ্তাহের মতো এবারেও তারা যুগ্মভাবে দ্বিতীয় স্থান দখল করেছে । তাদের প্রাপ্ত নম্বর ৬.৯। এবার চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকটি। তারা পেয়েছে ৬.৬। গত সপ্তাহে তৃতীয় স্থানে ছিল ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকটি। এবার তারা কিছুটা পিছিয়ে ৬.৪ পেয়ে চতুর্থ স্থান দখল করেছে। ৬ পয়েন্ট পেয়ে পঞ্চমে রয়েছে ‘কথা’ ও ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক দুটি।

Advertisement

প্রথম পাঁচ থেকে এবার ছিটকে গিয়েছে অনেকেই। ৫.৭ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থান দখল করেছে ‘গৃহপ্রবেশ’। ‘চিরসখা’, ‘গীতা এলএলবি’, ‘কোন গোপনে মন ভেসেছে’ ৫.৪ নম্বর পেয়ে রয়েছে সপ্তম স্থানে। অষ্টমে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ । তারা পেয়েছে ৫ পয়েন্ট। ৪.৭ পেয়ে নবম স্থানে রয়েছে ‘মিত্তির বাড়ি’ ধারবাহিকটি। দশম স্থান দখল করেছে ‘দুগ্গামণি ও ভাগমামা’। ‘শুভ বিবাহ’, ‘তুই যে আমার হিরো’, ‘আনন্দী’, ‘দুইশালিক’, ‘তেঁতুলপাতা’, ‘মিঠি ঝোরা’র মতো জনপ্রিয় ধারাবাহিকগুলি এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম দশ থেকে ছিটকে গিয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub