Advertisement
Advertisement

Breaking News

Debchandrima Singha Roy

লাল বিকিনিতে উপচে পড়া যৌবন, ঝর্ণার জলে আগুন ধরালেন অভিনেত্রী, চিনতে পারছেন?

খুব শিগগিরিই অভিনেত্রীকে জিতের সিনেমায় দেখা যাবে।

Bengali actress shared bold video, can you recognize this beauty? | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 13, 2023 2:12 pm
  • Updated:December 13, 2023 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিকষ কালো পাহাড়। তার শরীর ছুঁয়েই নেমে আসছে দুধ-সাদা ঝর্ণার জল। আর এই জলেই লাল বিকিন পরে আগুন ধরালেন বাংলা সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। নিজেই শেয়ার করেছেন ভিডিও। আর তাতে মুগ্ধ নেটিজেনরা। কে এই নায়িকা চিনতে পারছেন?

Debchandrima-Singha-Roy-1
দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। হ্যাঁ, তাঁরই এই ভিডিও। যা দেখে অদ্রিজা রায় ও গীত রায়ের প্রতিক্রিয়া ‘উফ!’ শ্রুতি দাস দিয়েছেন একাধিক আগুনের ইমোজি। আর অনুরাগীরা তো মন্ত্রমুগ্ধ। কেউ লিখেছেন, “এই প্রথমবার বাঙালি অভিনেত্রীকে এত হট লাগছে।” কারও আবার প্রশ্ন, অভিনেত্রী এই কালো পাথরের উপরে পৌঁছলেন কীভাবে?

Advertisement

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Debchandrima❣️ (@debchandrima_official)

[আরও পড়ুন: সইফের ছেলে ইব্রাহিমের সঙ্গে শ্রীদেবীকন্যা খুশির রোম্যান্স! নেপথ্যে কি করণ জোহর?]

‘সাঁঝের বাতি’, ‘সাহেবের চিঠি’র মতো ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে জনপ্রিয় হয়ে ওঠেন দেবচন্দ্রিমা। কিছুদিন আগে অভিনেত্রীকে ‘হোমস্টে মার্ডার’ ওয়েব সিরিজেও তাঁকে দেখা গিয়েছিল। তবে এবার দেবচন্দ্রিমা সিংহ রায়ের ফোকাস বড়পর্দা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Debchandrima❣️ (@debchandrima_official)

খবর অনুযায়ী, টলিউড সুপারস্টার জিতের নতুন ছবি ‘বুমেরাং’-এ দেখা যাবে দেবচন্দ্রিমাকে। তবে দেবচন্দ্রিমার বিপরীতে জিৎ নয়, থাকছেন অভিনেতা সত্যম রায়চৌধুরী। জিৎ প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন সৌভিক কুণ্ডু। ছবিতে জিতের বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Debchandrima❣️ (@debchandrima_official)

[আরও পড়ুন: ‘অ্যানিম্যাল’ রণবীরকে ভুলে ‘বাহাদুর’ ভিকির কোলে তৃপ্তি! ভাইরাল ছবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement