Advertisement
Advertisement

Breaking News

Debchandrima Singha Roy

হিন্দি ধারাবাহিকে দেবচন্দ্রিমা, বাঙালি নায়িকা টেক্কা দেবেন নিয়া শর্মাকে

কোন সিরিয়ালে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায়কে?

Bengali actress Debchandrima Singha Roy's debut Hindi serial 'Suhagan Chudail'
Published by: Sandipta Bhanja
  • Posted:May 16, 2024 4:29 pm
  • Updated:May 16, 2024 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দা থেকে ‘বুমেরাং’-এ জিতের নায়িকা হিসেবে বড়পর্দায় শিঁকে ছিঁড়েছেন। এবার বাংলা থেকে সোজা মুম্বই পাড়ি দিলেন দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)। এখন থেকে নিত্যদিন হিন্দি সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রীকে। শুধু তাই নয়! চমক আরও রয়েছে। হিন্দি এই ধারাবাহিকে দেবচন্দ্রিমা টেক্কা দেবেন মুম্বইয়ের জনপ্রিয় টেলিনায়িকা নিয়া শর্মাকে। ইতিমধ্যেই সেই শোয়ের প্রোমো প্রকাশ্যে এসেছে সম্প্রতি।

দেবচন্দ্রিমার হিন্দি সিরিয়ালের নাম ‘সুহাগন চুড়েল’। শোয়ের পয়লা ঝলকে অভিনেত্রীকে দেখা গেল বিত্তশালী পরিবারের সাদামাটা, সহজসরল, মিষ্টি বউমা হিসেবে। যার নাম ‘দিয়া’।
সেই দিয়ার কাছে স্বামী-সংসারই একমাত্র ধ্যানজ্ঞান। দেবচন্দ্রিমার বউমা লুক দেখে ইতিমধ্যেই অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বঙ্গকন্যা বর্তমানে মায়ানগরীতে পুরোদস্তুর ‘সুহাগন চুড়েল’-এর শুটিংয়ে ব্যস্ত। দিন কয়েক আগেই রাজস্থানে শুট করে এসেছেন এই ধারাবাহিকের জন্য। প্রথম হিন্দি সিরিয়াল, তাই আপাতত মন ঢেলে কাজ করছেন বাঙালি অভিনেত্রী। সদ্য ‘ইমলি’র কাজ করে মুম্বই থেকে ফেরা অদ্রিজা রায়ও বন্ধু ‘দেবু’কে শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: লোকসভার জন্য পিছল কঙ্গনার ‘এমার্জেন্সি’, নিন্দুকদের কটাক্ষ, ‘ফ্লপের ভয়ে পালাচ্ছেন?’]

দিয়ার চরিত্রটা নিয়ে এখনই বিশদে মুখ খুলতে নারাজ দেবচন্দ্রিমা সিংহ রায়। তবে গত এক বছরের চেষ্টায় যে তাঁর ভাগ্যে হিন্দি ধারাবাহিকে অভিনয়ের শিঁকে ছিড়েছে, সেকথা সংবাদমাধ্যমের কাছে জানালেন তিনি। সিরিয়ালের প্রোমোতে ধূসর চরিত্রে ধরা দিলেন নিয়া শর্মা। শেষবার বাংলা সিরিয়াল সাহেবের চিঠিতে দেখা গিয়েছিল দেবচন্দ্রিমাকে। মুম্বইয়ে গত একবছর ধরে অডিশন দেওয়ার জন্যই নাকি বাংলার কোনও কাজে অংশ নেননি তিনি। কেমন চলছে হিন্দি সিরিয়ালের কাজ? এপ্রসঙ্গে দেবচন্দ্রিমা জানালেন, ভাষাটাই এখানে তাঁর জন্য আসল চ্যালেঞ্জের কারণ হয়ে উঠেছে। অভিনেত্রীর কথায়, চিত্রনাট্য ভালো করে পড়াই, এখন তাঁর মূল প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে। তবে রোজ নতুন কিছু শিখছেন। বাঙালি শিল্পীদের যে মুম্বইতে আলাদা কদর দেওয়া হয়, সেকথাও জানিয়েছেন দেবচন্দ্রিমা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

[আরও পড়ুন: ডানকুনিতে বামেদের ভোটপ্রচারে শ্রীলেখা, দীর্ঘ অপেক্ষার পর রাতে মিলল দীপ্সিতার দেখা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement