সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিকূল পরিস্থিতিতে বেশি করে বাঁচতে হয়। জীবনের সমস্ত আনন্দটুকু নিংড়ে নিতে হয়। তাই-ই করলেন অভিনেত্রী মানালি দে (Manali Dey) এবং পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায় (Abhimanyu Mukherjee)। রেজিস্ট্রি পর্ব আগেই সেরে রেখেছিলেন। সোমবার মালাবদল ও সিঁদুরদানের পালা সারলেন দু’জন। করোনা (CoronaVirus) পরিস্থিতিতে হল ঘরোয়া অনুষ্ঠান।
করোনার (COVID-19) প্রকোপ না থাকলে বড় করেই অনুষ্ঠান হত। কিন্তু সোমবার পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন বন্ধুর উপস্থিতিতেই অনুষ্ঠান সারলেন মানালি ও অভিমন্যু। ১৫ আগস্ট রেজিস্ট্রি পর্ব যখন সেরেছিলেন তখন অভিমন্যুর মা কলকাতায় ছিলেন না। তিনি ফেরার পরই বিয়ের অনুষ্ঠান সারলেন দুই তারকা।
সোমবার শাশুড়ির থেকে উপহার পাওয়া গোলাপি শাড়ি পরে পরিবার সমেত অভিমন্যুর বাড়ি পৌঁছান মানালি। সেখানেই সিঁদুরদান পর্ব সারা হয়। করা হয় মালা বদল। তার পর চলে ফটো সেশনের পালা। মঙ্গলবার বিয়ের ছবি ইন্সটাগ্রামে (Instagram) আপলোড করেন মানালি। সঙ্গে সঙ্গে শুভেচ্ছা বন্যা বয়ে যায়।
বিয়েটা অল্পের মধ্যে সারতে হল। তাতে বেশি আক্ষেপ করছেন না নবদম্পতি। বরং এই সময়ে বাড়িতে অনেকটা সময় মানালির সঙ্গে কাটাতে পারবেন বলে খুশি অভিমন্যু। বিয়ের দিন জমিয়ে পেটপুজোও সেরেছেন অতিথি-অভ্যাগতরা। মেনুতে ছিল মানালি-অভিমন্যুর পছন্দের মাটন বিরিয়ানি ও মাটন কষা। পরিস্থিতি ঠিক হলে মানালি বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে নবদম্পতির। তবে আপাতত দু’জনের মধুচন্দ্রিমার ঠিকানা শান্তিনিকেতন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.