সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ বছরের জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিয়ে হয়ে মাত্র ৯ বছর বয়সে ঠাকুরবাড়ির সদস্য হয়েছিলেন কাদম্বরী দেবী (Kadambari Devi)। মাত্র দু’বছরের ছোট রবির সঙ্গে বন্ধুত্ব হতে সময় লাগেনি। কাদম্বরীর পিতামহ জগন্মোহন গঙ্গোপাধ্যায়ের কাছ থেকেই একসঙ্গে গান শিখেছিলেন দু’জনে। রবীন্দ্রনাথের সৃষ্টিসত্ত্বাকে ক্রমাগত উৎসাহ জুটিয়ে গিয়েছিলেন তাঁর ‘নতুন বৌঠান’। নতুন কিছু লিখলেই ছুটে যেতেন বন্ধুসম বৌঠানের কাছে। তাঁর মতামত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিহাসের পাতা থেকে এই দুই চরিত্র এবার উঠে আসছে ছোটপর্দায়।
খুব শিগগিরিই স্টার জলসায় (Star Jalsha) শুরু হতে চলেছে ধারাবাহিক ‘রবির নতুন বৌঠান’ (Robir Notun Bouthan)। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে লেখক লীনা গঙ্গোপাধ্যায় জানান, অনেকদিন ধরেই কবিগুরুকে নিয়ে ছোটপর্দায় কিছু করার আরজি জানাচ্ছিলেন অনেকে। এবার সেই চাহিদা পূরণ হবে। তরুণ রবীন্দ্রনাথের (Rabindranath Tagore) সৃষ্টিশীলতাকে প্রতি মূহূর্তে ইন্ধন জুগিয়ে গিয়েছিলেন তাঁর নতুন বৌঠান। সেই বিষয়টিকেই বেশি করে দর্শকদের সামনে নিয়ে আসতে চান তিনি। বিতর্ক নয়, তৎকালীন সমাজ, জীবন দর্শন ও মানুষের পারস্পরিক সম্পর্কের কাহিনিই হবে এই ধারাবাহিকের মূল উপজীব্য।
রবীন্দ্রনাথ ঠাকুর ও কাদম্বরী দেবীর চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনও ঠিক হয়নি। তবে দুই পর্বে এই ধারাবাহিক দেখানো হবে। প্রথম পর্বে কাদম্বরী দেবীকে কেন্দ্র করে গল্প আবর্তিত হবে। পরের পর্যায়ে বৌঠানের মৃত্যুর পর কবিগুরুর জীবনের কাহিনি তুলে ধরা হবে।
ইতিহাস নির্ভর ধারাবাহিকের চল ইদানিং বাংলা টেলিভিশনে বাড়ছে। শাশুড়ি-বৌমার কাহিনির পাশাপাশি দেখা যাচ্ছে ‘করুণাময়ী রানি রাসমণি’, ‘প্রথমা কাদম্বিনী’র মতো ধারাবাহিক। কাদম্বিনী দেবীকে নিয়ে ধারাবাহিক জি-বাংলাতেও শুরু হয়েছিল। কিন্তু টিআরপির দৌড়ে তা তেমন সাফল্য পায়নি। টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কাহিনিও। ধারাবাহিক বন্ধ হয়ে গেলেও ‘নেতাজি’র (Netaji Serial) চরিত্রে অভিনয় করে অভিষেক বসু জনপ্রিয়তা পান। সেই সুবাদেই ‘মায়ামৃগয়া’ সিনেমায় ফের নেতাজির ভূমিকায় অভিনয় করবেন তিনি।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.