Advertisement
Advertisement

Breaking News

Roshnai Serial

‘রোশনাই’ সিরিয়ালের নায়িকা বদল! শনের বিপরীতে কাকে দেখা যাবে?

চলতি বছরের এপ্রিল মাসে স্টার জলসায় শুরু হয় ধারাবাহিকটি।

Anushka Goswami leaving Roshnai Serial? who will star opposite Sean Banerjee? here is what we know
Published by: Suparna Majumder
  • Posted:November 20, 2024 3:37 pm
  • Updated:November 20, 2024 3:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দায় জমে উঠেছে আরণ্যক ও রোশনাইয়ের রসায়ন। এদিকে শোনা যাচ্ছে মন খারাপের খবর। ‘রোশনাই’ ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী। সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই খবরে সিলমোহরও দিয়েছেন তিনি। তাহলে এবার সিরিয়ালের নায়ক আরণ্যক ওরফে শন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে কাকে দেখা যাবে?

Anushka Goswami leaving Roshnai Serial? who will star oppsite Sean Banerjee? here is what we know

Advertisement

চলতি বছরের এপ্রিল মাসে স্টার জলসায় শুরু হয় ‘রোশনাই’ ধারাবাহিক। একদিকে হ্যান্ডসাম হাঙ্ক শন, অন্যদিকে আত্মবিশ্বাসী অনুস্কা। এই দুজনের অনস্ক্রিন রসায়ন ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নেয়। বর্তমানে আবার সিরিয়ালে প্রেমের মরশুম। ঝড়বৃষ্টিতে ফেঁসে গিয়েছে আরণ্যক-রোশনাই। তার মধ্যেই যেন প্রেমের প্রশ্রয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sean Banerjee (@seanbanerjee.sb)

এমন সময় আচমকা কেন সিরিয়াল ছাড়ছেন অনুস্কা? শোনা গিয়েছে, অভিনেত্রী অসুস্থ এবং চিকিৎসক তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু কী হয়েছে টেলিপর্দার ‘রোশনাই’-এর? তা জানা যায়নি। এবিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে টিভিনাইন বাংলাকে অভিনেত্রী জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই এনওসি দিয়ে দিয়েছেন। আর রোশনাইয়ের চরিত্রে অভিনয় করবেন না।

তাহলে আরণ্যকের রোশনাই এবার কে হচ্ছেন? কোনও নতুন মুখ? টেলিপাড়ায় গুঞ্জন, এই চরিত্রের প্রস্তাব গিয়েছেন তিয়াশা লেপচার কাছে। ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র সৌজন্যেই তিয়াশার টেলিভিশনের সফর শুরু। অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী। বেশ কিছু সময় ধরে টিআরপি লিস্টে প্রথম স্থান দখল করেছিল ধারাবাহিকটি। এর পর তিয়াশাকে দেখা যায় ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালে। এই দুই সিরিয়ালেই তিয়াশার নায়ক ছিলেন নীল ভট্টাচার্য। নীলকে এখন দেখা যাবে ‘অমর সঙ্গী’ সিরিয়ালে শ্যামৌপ্তির সঙ্গে। তিয়াশাকে শনের বিপরীতে সত্যিই দেখা যাবে? উত্তর অদূর ভবিষ্যতেই পাওয়া যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement