Advertisement
Advertisement

Breaking News

Ahona Dutta

‘ভালোবেসে সখী…’, বুকের মাঝে প্রেমিকের নাম লেখালেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা

অভিনেত্রী নিজেই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Anurager Chhowa serial famed Ahona Dutta have tattoo of lover's name | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 13, 2023 3:52 pm
  • Updated:September 14, 2023 9:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ভালোবেসে, সখী, নিভৃতে যতনে. আমার নামটি লিখো…”— হ্যাঁ, তাই-ই করেছেন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মিশকা ওরফে অহনা দত্ত (Ahona Dutta)। বুকের মাঝে প্রেমিকের নাম লেখালেন তিনি। আর সেই ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

Ahona-1

Advertisement

সাম্প্রতিক টেলি সম্মানে ‘জগদ্ধাত্রী’র পাশাপাশি সেরা সিরিয়াল হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। আর এই সিরিয়ালের জন্যই সেরা খলনায়িকা হয়েছেন অহনা। মিশকা হিসেবে বেশ জনপ্রিয়তা রয়েছে তাঁর। অভিনেত্রীর প্রেমিকের নাম দীপঙ্কর রায়। শোনা গিয়েছে, পেশায় তিনি রূপটান শিল্পী। দীপঙ্করও বুক চিরে অহনারই নাম লিখিয়েছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ahona Dutta (@the_ahona_dutta_official)

[আরও পড়ুন: মুক্তির আগেই বড় সাফল্য, টরোন্টোর চলচ্চিত্র উৎসবে ভূমির ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’]

প্রসঙ্গত, এই দীপঙ্করের সঙ্গে প্রেম করার জন্যই নিজের মায়ের বিরাগভাজন হয়েছেন অহনা। সোশ্যাল মিডিয়াতেই মেয়ে ও তার প্রেমিকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন চাঁদনি গঙ্গোপাধ্যায়। তাঁর অভিযোগ, দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই নাকি অহনা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন না। দীপঙ্করের প্রথম বিয়ের তথ্যও প্রকাশ্যে আনেন তিনি।

Ahona Post

পরে এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে অহনা জানান, তিনি কারও সংসার ভাঙেননি। দীপঙ্করের আইনি বিচ্ছেদ অনেকদিন আগেই হয়ে গিয়েছিল। মা প্রেমটা মেনে নিতে পারেননি বলেই এমন মন্তব্য করছেন বলেও জানান তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ahona Dutta (@the_ahona_dutta_official)

[আরও পড়ুন: ডেঙ্গুর মারণ ছোবলে হারালেন আদরের বোনকে, শোকে বিধ্বস্ত অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement