Advertisement
Advertisement

Breaking News

হাঁটুর বয়সী বান্ধবীর সঙ্গে ‘বিগ বস’-এর ঘরে, হাসির খোরাক অনুপ

'বিগ বস'-এর এবারের থিম ‘গুজব’।

Anup Jalota and girlfriend Jasleen Matharu get trolled
Published by: Tanujit Das
  • Posted:September 17, 2018 9:40 pm
  • Updated:September 17, 2018 9:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমের কোনও বয়স হয় না৷ একথা সর্বজনবিদিত৷ এমন নজিরও কম নেই৷ সাম্প্রতিককালে যে তালিকায় যোগদান করেছেন বলিউড অভিনেতা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস৷ তবে রবিবারের পর থেকে সেই তালিকায় যুক্ত হয়েছে আরও দু’জন৷ ভজন গায়ক অনুপ জালোটা ও তাঁর সঙ্গিনী জাসলিন মাথারু৷ যাঁদের নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে৷

[আমার চিন্তাভাবনা ‘মান্টো’-র মতোই: নওয়াজ]

Advertisement

প্রত্যেকবারই ‘বিগ বস’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ থাকে চরমে৷ সেই আগ্রহকে সম্মান জানিয়ে, নয়া আকর্ষণ নিয়ে হাজির হন ‘বিগ বস’ নির্মাতারা৷ বসের বাড়ির রান্নাঘর থেকে বাথরুম, বসার ঘর থেকে শুরু করে সুইমিং পুল সবই থাকে দর্শকদের আকর্ষণের কেন্দ্রে৷ এবার দর্শকদের সেই আকর্ষণই মিটিয়েছেন ‘দাবাং খান’ তথা সলমন খান৷ প্রত্যেকবারই নতুন নতুন থিমে দর্শকদের সামনে আসে ‘বিগ বস’৷ এবারের থিম ‘গুজব’। যা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে অনুরাগীদের মধ্যে৷ রবিবারই ঘরে প্রবেশ করেছেন প্রতিযোগীরা৷ এবার তিন মাসের জন্য সেখানেই বন্ধ থাকবেন তাঁরা৷ সেখানেই চলবে প্রেম, ভালবাসা, ঝগড়া ও পলিটিক্সের কড়া টক্কর৷

[ভাগ্যতাড়িত এক কণ্ঠীশিল্পীর গল্প বলবে ‘কিশোর কুমার জুনিয়র’, প্রকাশ্যে ট্রেলার]

রবিবারই ‘বিগ বস’-এর ঘরে জাসলিনকে সঙ্গে নিয়ে প্রবেশ করেছেন অনুপ জালোটা৷ ৬৫ বছরের বৃদ্ধের সঙ্গে ২৮ বছরের লাস্যময়ীর প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে ‘বিগ বস’-র অন্দরে৷ তাঁদের নিয়ে মেতে রয়েছেন নেটিজেনরা৷ তাঁদের সঙ্গে নিক জোনস ও প্রিয়াঙ্কার চোপড়ার তুলনা টেনে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে টুইটারে৷ এখন দেখার এই বৃদ্ধ ও ললনার প্রেম কাহিনীকে কতটা গ্রহণ করেন বিগ বসের দর্শকরা৷

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement