সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই বিয়ে করে ফেললেন ‘আনন্দী’ সিরিয়ালের নায়ক ঋত্বিক মুখোপাধ্যায়। সোমবার প্রেমিকা দিশা দাসের সঙ্গে রেজিস্ট্রি সেরেছেন তিনি। এমনটাই জানা গিয়েছে। বিয়ের কোনও ছবি এখনও পর্যন্ত সোশাল মিডিয়ায় শেয়ার না করলেও প্রেমিক-প্রেমিকা হিসেবে নিজেদের ‘লাস্ট ডেট’-এর ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন ঋত্বিক।
‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের মাধ্যমে বাংলা টেলিভিশনে সফর শুরু করেন ঋত্বিক। পান জনপ্রিয়তা। তার পর তিনি হন ‘মন দিতে চাই’ সিরিয়ালের সোমরাজবাবু। এখন তিনি ‘আনন্দী’ সিরিয়ালের ডা. আদিদেব লাহিড়ী ওরফে আদি। নাম ভূমিকায় অভিনেত্রী অন্বেষা হাজরা।
দিশা ও ঋত্বিকের সম্পর্ক বহুদিনের। যখনই সময় পান, একসঙ্গে বেড়াতে বেরিয়ে পড়েন দুজন। সমুদ্র হোক বা পাহাড়, সব জায়গার ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায়। গত অক্টোবরে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন দিশা-ঋত্বিক। সেখানেই প্রেমিকাকে হাঁটু মুড়ে বসে প্রপোজ করেন অভিনেতা। জানা গিয়েছে, সোমবার ঘণ্টা দুয়েকের মধ্যেই আইনি বিয়ে হয়ে যায়। ঋত্বিক সোশাল মিডিয়ায় ছবি না দিলেও নেটপাড়ায় তা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।
View this post on Instagram
ছোটবেলাতে অনেক কষ্ট সহ্য করতে ঋত্বিক ও তাঁর মাকে। বিষয়টি নিয়ে ‘দাদাগিরি’তে কথা বলেছিলেন অভিনেতা। ঋত্বিক যখন চতুর্থ শ্রেণির ছাত্র তখনই তাঁর বাবা ও মায়ের বিচ্ছেদ হয়ে যায়। ছেলের হাত ধরে স্বামীর ঘর ছেড়েছিলেন ঋত্বিকের মা। সেই সময় থেকে চলছে তাঁর জীবন সংগ্রাম। লড়াই ঋত্বিকও কম করেননি। এক বছর চাকরি করে টাকা জমাতেন। সেই টাকা শেষ না হাওয়া পর্যন্ত থিয়েটারে অভিনয় করতেন। লকডাউনে পাড়ার মোড়ে সবজি বিক্রিও করেছেন বলে জানান। তবে সেসব এখন অতীত। এখন দিশা আছেন তাঁর পাশে। দিশা নিজেও একজন অভিনেত্রী। আশা করা যায়, ভবিষ্যতে তাঁকেও সিনেমা বা সিরিয়ালে দেখা যাবে। ঋত্বিক কিন্তু আইনি বিয়ে সেরেই আবার মঙ্গলবার থেকে কাজ শুরু করে দিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.