Advertisement
Advertisement

Breaking News

Bigg Boss 17

বিগ বস থেকে বিতাড়িত হতে পারেন অঙ্কিতা ও ভিকি জৈন! জানেন কেন?

অঙ্কিতা-ভিকির উপর রেগে রয়েছেন সলমনও!

Ankita Lokhande, Vicky Jain in BIG Trouble, to be THROWN OUT of Bigg Boss 17 for Shocking Reason| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 3, 2023 4:54 pm
  • Updated:November 3, 2023 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিগ বস ১৭’-তে সবচেয়ে নজর কেড়েছেন অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন জুটি। একদিকে অঙ্কিতা যেভাবে পুরো খেলা খেলছেন, তা দেখে মুগ্ধ দর্শকরা। অন্যদিকে, ‘বিগ বস’ অনুরাগীদের দাবি, বিগ বসের ঘরে এবারের মাস্টারমাইন্ড হলেন ভিকি। ইতিমধ্য়েই দর্শকদের কাছে জনপ্রিয় ভিকি ও অঙ্কিতা। কিন্তু এত জনপ্রিয়তা থাকলেও, চুক্তি ভাঙার কারণে বিগ বস থেকে বিতাড়িত হতে পারেন অঙ্কিতা ও ভিকি!

[আরও পড়ুন: অভিষেকের ডেডলাইন শেষের আগেই অ্যাকশন! ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে রাজ্যপালকে চিঠি কেন্দ্রের]

সম্প্রতি প্রকাশ্য়ে এসেছে ‘বিগ বস ১৭’-এর একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, সলমন খান, অঙ্কিতা ও ভিকিকে বলেন, বিগ বসের চুক্তিপত্র ভালো করে পড়েছিলে? বিগ বসের ঘরে আসার খবর কি কাকে কাকে জানিয়েছিলে? ভিকি ও অঙ্কিতা জানান, এ ব্যাপারে বন্ধু নীলের সঙ্গে কথা হয় তাঁদের। ব্যস, এখানেই বিগবসের নিয়ম ভাঙলেন অঙ্কিতা ও ভিকি। সূত্রের খবর অনুযায়ী, চুক্তি ভাঙার কারণে বিগ বস থেকে বিতাড়িত হতে পারেন এই জুটি।

[আরও পড়ুন: জীবিত বাবার ডেথ সার্টিফিকেট বের করে জমি দখল! কাঠগড়ায় ‘কীর্তিমান’ ৬ ছেলে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement