Advertisement
Advertisement

Breaking News

Ankita Lokhande

‘বিগ বস’-এর ঘরে কম্বলের তলায় যৌনতায় মগ্ন ভিকি-অঙ্কিতা! ধরা পড়ল ক্যামেরায়, তারপর?

"লজ্জার মাথা খেয়েছেন?", ভিডিও দেখে এল প্রশ্ন। আপনি দেখেছেন?

Ankita Lokhande and Vicky Jain Get Cosy Under a Blanket In Bigg Boss 17

ফাইল ছবি

Published by: Sandipta Bhanja
  • Posted:December 27, 2023 6:44 pm
  • Updated:December 27, 2023 6:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “লজ্জার মাথা খেয়েছেন?”, কম্বলের তলায় ভিকি-অঙ্কিতার (Ankita Lokhande Vicky Jain) কীর্তি দেখেই রে রে করে উঠলেন নেটপাড়ার নীতিপুলিশেরা। ‘বিগ বস’-এর ঘরে তারকাদম্পতির কেচাল-কেচ্ছা নিয়ে এমনিতেই নিন্দে-সমালোচনার অন্ত নেই! এমনকী স্ত্রী অঙ্কিতা লোখান্ডেকে চড় মারার অভিযোগও উঠেছে ভিকি জৈনের বিরুদ্ধে। আর এবার কিনা সকলের সামনেই ঘনিষ্ঠ হলেন ভিকি-অঙ্কিতা!

দিন কয়েক আগেই ‘বিগ বস’-এর ঘরে সকলের সামনে ভিকি জৈনকে ডিভোর্স দেবেন বলে হুমকি দিয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। এমনকী তারকা দম্পতির অশান্তির খবরও সংবাদের শিরোনামে এসেছে একাধিকবার। এবার কিনা ‘বিগ বস’-এর ঘরে এক কম্বলের তলায় অন্তরঙ্গ ভিকি-অঙ্কিতা! ক্যামেরায় সেই মুহূর্ত ধরা পড়তেই শোরগোল। কী দেখা গিয়েছে ওই ভিডিওতে?

Advertisement

কম্বলের তলায় ঢুকে গল্প করছেন ভিকি-অঙ্কিতা। শুধু তাই নয়, তারকাদম্পতির কার্যকলাপ দেখে একাংশের ধারণা, “তাঁরা সম্ভবত কম্বলের তলায় যৌনতায় লিপ্ত হয়েছেন।” কারও মন্তব্য, “ভাবছি এমন দৃশ্য দেখে ‘উইকেন্ড কা বার’ পর্বে সঞ্চালক সলমন খান কী বলবেন?” সেই বিতর্কের মাঝেই অঙ্কিতাকে চড় মারার বিষয়ে জামাই ভিকি জৈনের পাশা দাঁড়ালেন খোদ নায়িকারই মা। নিনি বলছেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভুয়ো। মোটেই এমন কিছু হয়নি।”

[আরও পড়ুন: ‘লোক দেখানো শুভেচ্ছা আমি জানাই না…!’, সলমনের জন্মদিনে এ কী বলে ফেললেন শাহরুখ?]

প্রসঙ্গত, ‘বিগ বস’-এর ঘরে অশান্তির চোটে স্বামী-স্ত্রীর মধ্যে বহুদিন কথাও বন্ধ ছিল। এরই ফাঁকে ভিকির সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় আরেক প্রতিযোগী আয়েশার সঙ্গে। সেই আয়েশাকেই বিবাহিত পুরুষের দুঃখ, কষ্ট নিয়ে নানা কথা শোনাচ্ছিলেন ভিকি। স্বামীর সেই কথাই কানে আসে অঙ্কিতার। ব্যস, গোলমাল শুরু। সোজা ভিকিকে দাম্পত্য নিয়ে প্রশ্ন করেন অঙ্কিতা! তার পরেই সবার সামনে ভিকিকে বিবাহ বিচ্ছেদের কথা বলেন অঙ্কিতা। আর এবার যা করলেন, তাতে ছি-ছি কার পড়ে গিয়েছে নেটপাড়ায়।

[আরও পড়ুন: শ্বশুরবাড়ি জিন্দাবাদ! ‘অ্যানিম্যাল’ দেখে জামাই রণবীরকে ‘ফুলমার্কস’ মহেশ ভাটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement