Advertisement
Advertisement

Breaking News

Anjana Basu

ফের ছোটপর্দায় অঞ্জনা, কোন ধারাবাহিকে দেখা যাবে অভিনেত্রীকে?

আগামী ১ মে বড়পর্দায় মুক্তি পাবে অঞ্জনা বসু অভিনীত 'শ্রীমান ভার্সেস শ্রীমতী' ছবিটি।

Anjana Basu is back on the small screen! In which serial will the actress be seen?

ছবি সংগৃহীত

Published by: Manasi Nath
  • Posted:April 14, 2025 12:57 pm
  • Updated:April 14, 2025 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত মাসেই শেষ হয়েছে ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘উড়ান’। এই ধারাবাহিকে পূর্ণিমা চরিত্রে অভিনয় করছিলেন অঞ্জনা বসু। খল এই চরিত্রটি দর্শকের মনে ভালোই জায়গা করে নিয়েছিল। ধারাবাহিক শেষ হতেই ফের নতুন ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন ‘বধূবরণ’-এর ‘ইন্দিরা’। 

জানা যাচ্ছে,নতুন ধারাবাহিকেও মায়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। দুই ভাইয়ের সঙ্গে মায়ের সমীকরণ ফুটে উঠবে এই নতুন মেগায়। সঙ্গে থাকবে ত্রিকোণ প্রেমের গল্প। অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট প্রযোজিত এই নতুন ধারাবাহিক আসতে চলেছে জি বাংলার পর্দায়। দাপুটে অভিনেত্রী কি এবারও খল চরিত্রে অভিনয় করবেন? তা অবশ্য এখনও জানা যায়নি। ধারাবাহিকে অঞ্জনার দুই ছেলের ভূমিকায় দেখা যাবে ছোটপর্দার পরিচিত মুখ সায়ন মুখোপাধ্যায় ও আর্য দাশগুপ্তকে। সূত্রের খবর, ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখা যাবে তানিষ্কা তিওয়ারিকে। এর আগে দর্শক তাঁকে ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘গাঁটছড়া’ সহ একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্র ও শিশুশিল্পীর ভূমিকায় দেখেছেন। তবে এই প্রথমবার নায়িকার চরিত্রে দেখা যাবে তানিষ্কাকে।‌ ইতিমধ্যেই নাকি অভিনেতাদের লুকসেট হয়ে গিয়েছে। তবে ধারাবাহিকের নাম এখনও চূড়ান্ত হয়নি। খুব শীঘ্রই শুরু হবে শুটিং। 

Advertisement

প্রসঙ্গত, আগামী ১ মে বড়পর্দায় মুক্তি পাবে অঞ্জনা বসু অভিনীৎ ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবিটি। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করেছেন অঞ্জনা। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অঞ্জন দত্তকে। অভিনেত্রী বর্তমানে এই ছবির প্রচারে ব্যস্ত। জানা গিয়েছে, সেই পর্ব মিটিয়েই ধারাবাহিকের কাজ শুরু করবেন তিনি। চলতি বছরের মাঝামাঝি সময় থেকে সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিকটি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement