Advertisement
Advertisement

Breaking News

রবিনা টন্ডন ফারহা খান

টিভি শোয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, FIR দায়ের রবিনা-ফারহার বিরুদ্ধে

অভিযোগ দায়ের কমেডি শোয়ের সঞ্চালক ভারতী সিংয়ের নামেও।

Amritsar rural police have booked Raveena, Farah Khan
Published by: Sandipta Bhanja
  • Posted:December 26, 2019 12:25 pm
  • Updated:December 26, 2019 12:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের হল পরিচালক ফারহা খান, অভিনেত্রী রবিনা টন্ডন এবং জনপ্রিয় মহিলা কমেডিয়ান ভারতী সিংয়ের বিরুদ্ধে।

ঠিক কীসের ভিত্তিতে অভিযোগ উঠেছিল? সম্প্রতি টেলিপর্দার এক কমেডি শো’তে হাজির ছিলেন পরিচালক ফারহা খান এবং অভিনেত্রী তথা রিয়ালিটি শোয়ের বিচারক রবিনা টন্ডন। টেলিভিশনের ওই জনপ্রিয় কমেডি শো’তে ফারহা, ভারতী এবং রবিনা- এই তিন জনই একাধিকবার ‘Christianity’ (খ্রিস্টধর্ম) শব্দটি ব্যবহার করেছেন তাঁদের কথোপকথনের মধ্যে। আর ঠিক সেখানেই উঠেছে আপত্তি। কেন কোনও ধর্মের নাম করে দর্শকদের কাছে সেটাকে হাসির খোরাক করে তোলা হবে, প্রশ্ন তোলেন সংশ্লিষ্ট ধর্মাবলম্বী মানুষেরা। যার জেরেই পাঞ্জাবের অমৃতসরের এক থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ওই ফারহা খান, রবিনা টন্ডন এবং কমেডিয়ান ভারতী সিংয়ের নামে।

Advertisement

[আরও পড়ুন: CAA’র প্রচারে ‘কোমলগান্ধার’, বিবৃতি জারি করে আপত্তি তুলল ঋত্বিক ঘটকের পরিবার ]

বড়দিনের জন্য এক বিশেষ পর্ব আয়োজিত হয়েছিল ওই শোয়ে। আর সেখানেই এমন গোল বাঁধল। অমৃতসরের অঞ্জালায় খ্রিস্টধর্মাবলম্বীরা যার জন্য এক বিক্ষোভ মিছিলও বের করেছিল বলে জানা গিয়েছে সূত্রের খবরে। যার জেরে অঞ্জালা থানায় সংশ্লিষ্ট শোয়ের ভিডিও দেখে বলিউড তারকাদের নামে এঅফআইআর দায়ের করতে বাধ্য হয়।

গতকাল অর্থাৎ ২৫ ডিসেম্বর, রাত ৮টা ৫৫মিনিট নাগাদ এফআইআর দায়ের হয় তাঁদের বিরুদ্ধে। সংবিধানের ২৯৫-এ ধারায় দায়ের হয় অভিযোগ। তার আগে অবধি এই তিন তারকার নামে শুধু লিখিত অভিযোগই জমা পড়েছিল। কিন্তু অঞ্জলার বিক্ষোভ প্রদর্শন দেখে এবং কমেডি শোয়ের ভিডিও ক্লিপিংস পুলিশের নজরে আসতেই এফআইআর দায়ের করা হয়। খবরটি প্রকাশ্যে আসতেই অনেকে গুজব বলে দাবি করেছিলেন। কিন্তু অঞ্জালা থানার এসএসপি বিক্রমজিৎ দুগ্গাল রবিনা-ফারহার বিরুদ্ধে এফআইআর দায়েরের খবর নিশ্চিত করেন। যদিও এই ঘটনার পরে কোনওরকম মন্তব্য করেননি রবিনা, ভারতী এবং ফারহা খানের কেউই।  

[আরও পড়ুন: ‘আগে ভক্তদের নিরাপত্তা, পরে ছবি’, ‘দাবাং থ্রি’র মন্দা বাজারেও ভাইজানের উদ্বেগ প্রকাশ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement