Advertisement
Advertisement

Breaking News

অনিতা রাজ

লকডাউনের মধ্যেই বাড়িতে মোচ্ছব, বিতর্কে অভিনেত্রী অনিতা রাজ

পুলিশের তরফেও জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে।

Ami lockdown actress Anita Raj invites friends for party
Published by: Sandipta Bhanja
  • Posted:April 23, 2020 4:25 pm
  • Updated:April 23, 2020 4:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউন ভেঙেই বন্ধুবান্ধবদের নিমন্ত্রন করে মদ্যপানের আসর বসিয়ে ছিলেন! টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অনিতা রাজের বিরুদ্ধে সম্প্রতি এমনই অভিযোগ উঠল। লকডাউনের নির্দেশিকা না মেনেই এই অভিনেত্রী নাকি মু্ম্বইয়ে নিজের আবাসনে বন্ধুবান্ধবদের ডেকে এনেছিলেন পার্টি করার জন্য। এই ঘটনা আবাসনের নিরাপত্তারক্ষীর নজরে আসতেই সে তড়ঘড়ি মুম্বইয়ের সংশ্লিষ্ট এলাকার থানার সঙ্গে যোগাযোগ করে। কিছুক্ষণের মধ্যেই জনপ্রিয় অভিনেত্রীর আবাসনে এসে হাজির হন পুলিশ।  

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের পালি হিল সংলগ্ন একটি আবাসনের বাসিন্দা অনিতা রাজ। বুধবার সেখানেই অভিনেত্রী এবং তাঁর স্বামী সুনীল কিছু বন্ধুবান্ধবদের বাড়িতে আমন্ত্রণ জানান পার্টি করার জন্য। তবে তাঁদের আবাসনের নিরাপত্তারক্ষীদের এই ঘটনাটি নজরে আসাতেই বাঁধে গন্ডগোল! তাঁরা স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করে সুনীল এবং অনিতার বিরুদ্ধে অভিযোগ জানান। আবাসনের নিরাপত্তাকর্মীদের থেকে ফোন পেয়েই পুলিশের তরফে তৎক্ষণাৎ ফোন করা হয় অনিতার বাড়িতে। সাবধান করে দেওয়া হয় যে, তাঁরা যদি অবিলম্বে পার্টি বন্ধ না করে, তাহলে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘কাপুরোষিত কাজ!’, অর্ণব গোস্বামীর উপর হামলার প্রতিবাদে সরব বলিউডের একাংশ  ]

যদিও এই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন খ্যাতনামা টেলি অভিনেত্রী অনিতা রাজ। সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে অনিতা জানান, তাঁর স্বামী একজন ডাক্তার। তাই তাঁর স্বামী সুনীলের এক বন্ধুর শরীর খারাপ হওয়ায় চিকিৎসার জন্য লকডাউনের মাঝেই তাঁরা তাঁদের  বাড়ি এসেছিলেন। যেহেতু বন্ধুর শরীর খারাপ ছিল, তাই তাঁর স্ত্রীও সঙ্গে এসেছিলেন। মানবিকতার খাতিরেই এই কঠিন সময়ে তাঁর স্বামী সুনীল তাঁদের না বলতে পারেননি। তাঁদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ মিথ্যে। শুধু তাই নয়, এরপর সেই নিরাপত্তারক্ষীর উপরেও ক্ষোভ উগরে দিয়ে অনিতা জানান, ভুল বুঝতে পেরে পুলিশও তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন।

[আরও পড়ুন: ‘কাপুরোষিত কাজ!’, অর্ণব গোস্বামীর উপর হামলার প্রতিবাদে সরব বলিউডের একাংশ  ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement