Advertisement
Advertisement

Breaking News

Aindrila Sharma

কনের সাজে ক্যানসারজয়ী অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা! চুপিচুপি বিয়েটা কি সেরে ফেললেন?

সম্প্রতি টেলিসম্মান পেয়েছেন ঐন্দ্রিলা।

Aindrila Sharma Bridal Look goes viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 28, 2022 1:09 pm
  • Updated:March 28, 2022 1:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন অনেকটাই ভাল আছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। এই লড়াকু অভিনেত্রী যেভাবে ক্যানসারের সঙ্গে  লড়াইয়ে জিতে গিয়েছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণা। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। অস্ত্রোপচারও হয়েছে বেশ কয়েকবার। কেমোথেরাপির কারণে জীর্ণ হয়ে উঠেছিল শরীর। কেটে ফেলতে হয়েছিল মাথার চুল। সে সময় কষ্ট হয়েছিল ঐন্দ্রিলার। তবে মন ভাঙতে দেননি। লড়ে গিয়েছেন প্রতি মুহূর্তে। পাশে পেয়েছেন পরিবার ও জীবনের সবচেয়ে প্রিয় মানুষ অভিনেতা সব্যসাচী চৌধুরীকে।

ঐন্দ্রিলা-সব্যসাচীর প্রেম বেশ জনপ্রিয়। এই দুই অভিনেতার ফেসবুকের দিকে নজর রাখলেই দেখতে পাবেন কীভাবে জীবনের প্রতিটি মুহূর্ত একসঙ্গে কাটাচ্ছেন তাঁরা। তা সুখের হোক বা দুঃখের। আর এবার তো ঐন্দ্রিলা নিজের ফেসবুকে বধূ বেশে ছবি পোস্ট করে নজর কেড়ে নিলেন নেটিজেনদের। এই ছবি দেখে অনুরাগীরা তো ধরেই নিলেন, ক্যানসার থেকে সেরে উঠে, হয়তো সাত পাকে বাঁধা পড়েছেন ঐন্দ্রিলা। সত্যিই কি তাই?

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটালকে ফোনে ঐন্দ্রিলা জানান, ‘একেবারেই নয়। এটা শুধুমাত্র একটা ব্রাইডাল ফটোশুট। এই ফটোশুট করে খুবই আনন্দ পেয়েছি।’ ঐন্দ্রিলার কথায়, ‘প্রথমে আমাকে নকল, লম্বা চুল পরানোর কথা ছিল। কিন্তু পরে ঠিক হয় আমি যেমনটি আছি, সেভাবেই বিয়ের সাজে সাজব। এই ব্যাপারটা আমার খুবই পছন্দ হয়েছে। কারণ, আমি এখন যেমন, তেমনিই সাজতে চেয়েছিলাম। এই সাজে কোনও কিছুই লুকোতে চাইনি।’

বিয়ের সাজ তো হল, তা আসল বিয়ে কবে?

প্রশ্ন শুনে হেসে ফেললেন ঐন্দ্রিলা। তাঁর কথায়, ‘বিয়ে তো অবশ্যই করব। তবে এখন কোনও প্ল্যান নেই। আমি আর সব্যসাচী এখন আপাতত কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। একটু কেরিয়ারটা সামলেনি তারপর সব হবে।’

[আরও পড়ুন: ‘অপরাজিত’র লোগো বিতর্ক: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি অনীকের, পালটা তোপ রাজকমলের ]

ক্যানসারের চিকিৎসার কারণে, বহুদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন ঐন্দ্রিলা। তবে খুব শীঘ্রই ফের ধারাবাহিকে ফিরছেন ঐন্দ্রিলা। অভিনেত্রীর কথায়, ‘বেশ কয়েকটি ধারাবাহিকের জন্য কথা হয়েছে। এপ্রিল মাসেই সব ফাইনাল হবে। আশা করছি, ফের দর্শকদের মন জয় করতে পারব।’

জীবন অনেক কিছু শিখিয়ে দেয়৷ আবার এমন অনেক মানুষ রয়েছেন যাঁদের কাছ থেকে বাঁচতে শিখতে হয়৷ সেরকমই এক মানুষ ‘জিয়নকাঠি’ (Jiyon Kathi) ধারাবাহিকের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)৷ ঐন্দ্রিলার শরীরে দু’বার মারণ রোগ ক্যানসার থাবা বসিয়েছে। রোগকে বুড়ো আঙুল দেখিয়ে হাসতে হাসতে ধারাবাহিকের শ্যুটিংও করেছেন ঐন্দ্রিলা ৷ প্রথম কেমো নেওয়ার পরও চুটিয়ে অভিনয় করেছন তিনি৷ ঐন্দ্রিলা লড়াকু। আর তাঁর পাশে থাকা প্রিয়মানুষটি? জিয়নকাঠির ঐন্দ্রিলার সঙ্গে বামাক্ষ্যাপার সব্যসাচীর প্রেমের গল্প সবার জানা। তবে একদিকে যেমন ঐন্দ্রিলা লড়াকু। তেমনি তাঁর সাপোর্ট সিস্টেম সব্যসাচী। সারাক্ষণই আগলে রেখেছেন ঐন্দ্রিলাকে। আর তাই তো অনুরাগীরা ঐন্দ্রিলাকে এই বিয়ের সাজে দেখে মনে মনে দিন গুণছেন ঐন্দ্রিলা ও সব্যসাচীর বিয়ের ছবি দেখার।

[আরও পড়ুন: আমিরের পর এবার ‘দ্য কাশ্মীর ফাইলসে’র প্রশংসায় সলমন, ফোন করলেন অনুপম খেরকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement