Advertisement
Advertisement

Breaking News

Ahona Dutta

রেমালকে দূরছাই! প্রেমিককে নিয়ে সমুদ্রস্নানে ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা, ভিডিও ভাইরাল

জনপ্রিয় রিয়্যালিটি শো 'ডান্স বাংলা ডান্স' থেকে খ্য়াতি অর্জন করেন 'মিশকা' ওরফে অহনা।

Ahona Dutta's Sea beach video goes viral
Published by: Akash Misra
  • Posted:May 28, 2024 8:41 pm
  • Updated:May 28, 2024 8:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন দেখি মেয়ের কাণ্ড! মেয়েটার একেবারে ভয় নেই। রেমালকে উপেক্ষা করেই সমুদ্রে প্রেমিক দীপঙ্করকে নিয়ে জলকেলি! হ্য়াঁ, এমনই এক কাণ্ড ঘটিয়ে ফেলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মিসকা ওরফে অহনা দত্ত।

ব্য়াপারটা একটু বিশদে দেখে নেওয়া যাক। রেমাল ঘূর্ণিঝড়ের থাবায় রবিবার থেকে উত্তাল সমুদ্র। এরই মাঝে সমুদ্রে অহনা! অভিনেত্রী তাঁদের এই সমুদ্রস্নানের ছবি ও ভিডিও পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের একাংশ রীতিমতো অবাক। অনেকেই তো অহনাকে সাবধন করেছেন। অনেকে আবার দীপঙ্কর ও অহনার ভালোবাসার গুণগান করেছেন। ভিডিয়ো পোস্ট করে তিনি লেখেন ‘সমুদ্রে দুই খুদে ভালোবাসায় মাখামাখি।’ ভিডিয়োতে তাঁকে ডেনিমের শর্ট স্কার্টের সঙ্গে লাল ক্রপ টপ পরে সমুদ্র সৈকতে দৌড়াতে, জলকেলি করতে দেখা যাচ্ছে। কখনও আবার প্রেমিককে জড়িয়ে ছবি তুলেছেন। তবে এই সমুদ্র সৈকত, ঠিক কোথায়, তা কিন্তু স্পষ্ট করেননি অহনা।

Advertisement

[আরও পড়ুন: ক্যামেরা দেখেই লাজুক ঈশান, কোয়েলের হাত ছাড়িয়ে জড়িয়ে ধরল নুসরতকে, দেখুন ভিডিও]

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ থেকে খ্য়াতি অর্জন করেন অহনা। তার পরই সোজা ধারাবাহিকে এন্ট্রি। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মিশকার চরিত্রে অভিনয় করে বাঙালি বাড়ির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন অহনা। ইতিমধ্যেই তিনি রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি ছবিতে কাজ করে ফেলেছেন। দীপঙ্করের সঙ্গে বহুদিনের বন্ধুত্ব ও প্রেম অহনার। তাই সুযোগ পেলেই দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েন। সদ্যই তিনি এবং দীপঙ্কর মিলে একটি বাড়িও কিনেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ahona Dutta (@the_ahona_dutta_official)

[আরও পড়ুন: ‘ভাষা হারিয়ে’ কেশপুরে ভোটপ্রচারে ট্রোলড হিরণ! ক্ষমা চেয়ে কী বললেন বিজেপি প্রার্থী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement