Advertisement
Advertisement

Breaking News

Sudipta Banerjee

ছোটপর্দায় আবারও খল চরিত্রে সুদীপ্তা, ছোট্ট ‘শীতলা’র জীবনে আনতে চলেছেন বড় ঝড়

ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে।

Actress Sudipta Banerjee playing antagonist in ‘Mangalamoyee Maa Sitala’
Published by: Suparna Majumder
  • Posted:April 3, 2024 2:41 pm
  • Updated:April 3, 2024 2:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ছোটপর্দায় খল চরিত্রে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। এবার জ্বরাসুরের সঙ্গে হাত মিলিয়ে ‘মঙ্গলময়ী মা শীতলা’র জীবনে বড় ঝড় আনতে চলেছেন অভিনেত্রী। সান বাংলার এই সিরিয়ালের নতুন প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

Sudipta-Banerjee-2
ছবি: ফেসবুক

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি ‘মঙ্গলময়ী মা শীতলা’ (Mongolmoyee Maa Sheetala) সিরিয়াল। ধারাবাহিকের কাহিনি অনুযায়ী, জ্বরাসুরের প্রকোপে সারা বিশ্বের ভারসাম্য বিপন্ন। এমন পরিস্থিতিতে আদিশক্তি মহামায়ার স্মরণাপন্ন হন ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। দেবী তখন মহায্জ্ঞ দ্বারা শীতলা রূপে আবির্ভূত হন। বর্তমানে ধারাবাহিকে দেবী শীতলার শিশুরূপ দেখা যাচ্ছে। আর এই চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী শুভশ্রী চক্রবর্তী। জ্বরাসুরের চরিত্রে রয়েছেন অভিনেতা গৌরব মণ্ডল।

Advertisement

[আরও পড়ুন: সাইবার ক্রাইমের শিকার স্বস্তিকা! বিবৃতি জারি করে সতর্কবার্তা অভিনেত্রীর ]

ধারাবাহিকে সুদীপ্তার চরিত্রের নাম দুরুক্তি। নতুন প্রোমোতে দেখা যায়, গ্রামবাসীদের সঙ্গে বসন্ত উৎসব উদযাপন করছে ছোট্ট শীতলা। এদিকে জ্বরাসুর আর দুরুক্তির তা সহ্য হচ্ছে না। জলে বিষ মিশিয়ে দেয় তারা। অজান্তের জ্বরাসুর-দুরুক্তির দেওয়া বিষ পান করে শীতলা। প্রাণ বাঁচাতে জলে ঝাঁপ দেয় সে। সেখানেও বিপত্তি।

Mongolmoyee-Maa-Sheetala-2

জলাশয়ের নিচে তীর দিয়ে শরশয্যা সাজিয়ে রেখেছিল দুরুক্তি। শীতলা কি পারবে তার এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে? প্রশ্নের উত্তর পেতে গেলে সান বাংলায় সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ নজর রাখতে হবে। সেই সময়ই সম্প্রচারিত হয় ‘মঙ্গলময়ী মা শীতলা’। ধারাবাহিকে দেবী মহামায়ার চরিত্রে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী। মহাদেবের ভূমিকায় সৌগত বন্দ্যোপাধ্যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sun Bangla (@sunbanglaofficial)

[আরও পড়ুন: ছাগলের সঙ্গে অভিনেতা পৃথ্বীরাজের অন্তরঙ্গ দৃশ্য! কী বললেন ‘আদুজিবীথাম’ ছবির পরিচালক?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement