Advertisement
Advertisement

Breaking News

Shrabani Bhunia

ডেঙ্গুতে আক্রান্ত টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী ভুঁইঞা

এখন কেমন আছেন অভিনেত্রী?

Actress Shrabani Bhunia infected with Dengue | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 4, 2023 10:07 am
  • Updated:November 4, 2023 10:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত টলিপাড়ার জনপ্রিয় মুখ অভিনেত্রী শ্রাবণী ভুঁইঞা। মা-বাবার সঙ্গে ঘুরতে গিয়েই মারাত্মক জ্বরে আক্রান্ত হন তিনি। জ্বর এতটাই বাড়ে যে, ডেঙ্গু পরীক্ষা করেন অভিনেত্রী। চিকিৎসকের কথায় আপাতত বাড়িতেই রয়েছেন অভিনেত্রী শ্রাবণী।

কাজের সূত্রে কলকাতাতে থাকলেও, শ্রাবণীর আসল বাড়ি কাঁথিতে। এই মুহূর্তে কাঁথিতেই রয়েছেন অভিনেত্রী। সূত্রের খবর, আগের থেকে তিনি অনেকটাই সুস্থ। প্লেটলেটও ঠিক রয়েছে। তবে খুবই দুর্বল। জানা গিয়েছে, অভিনেত্রীর জেঠু হলেন চিকিৎসক। তাঁর তত্ত্বাবধানেই রয়েছেন শ্রাবণী।

Advertisement

[আরও পড়ুন: অন্ধকার রাতের বুক চিরে হাজির ‘পেত্নি’, টিজারেই হাড়হিম হওয়ার জোগাড় ]

প্রসঙ্গত, কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় অভিনেতা রুবেল জানিয়ে ছিলেন, তিনিও ডেঙ্গুতে আক্রান্ত। রুবেল লিখেছিলেন, “এবার পুজো আমার কেটেছে ডেঙ্গুর সাথে, দ্বিতীয়া থেকে শুরু করে এখনও লড়াই শুধূ সুস্থ হওয়া নিয়ে, তবে পরিবার পাশে না থাকলে এই লড়াই অনেক কঠিন ছিল, বিশেষ করে শ্বেতা ভট্টাচার্য না থাকলে সুস্থ হওয়া খুবই কঠিন ছিল, আমার জন্যে তুমি নিজে ঠাকুর দর্শন পর্যন্ত করলে না, সারাদিন আমাকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে, ডক্টরের সাথে কথা বলা, আমার ওষুধ, আমার রক্ত পরীক্ষা, প্লেটলেট নিয়ে চিন্তা, আমাকে মানসিক শক্তি দেওয়া, আমার প্রত্যেক বিষয়ে খেয়াল রাখা, মনে হল উমা আমার সঙ্গেই ছিল সর্বক্ষণ, তাই আমি এখন সুস্থ। কৃতজ্ঞ তোমার কাছে।”

[আরও পড়ুন: এক ফুল দো মালি! শুভমানের প্রেমের ক্রিজে নবাবকন্যাকে বোল্ড আউট শচীনকন্যার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement