সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিনসেল টাউনে কোনটি ঘটনা আর কোনটি রটনা, তা বোঝা বড় মুশকিল। ঘটনা তাও ঠিক আছে, কিন্তু রটনার পাল্লায় পড়লে নিস্তার পাওয়া মুশকিল। নিস্তার পেলেন না সন্দীপ্তা সেনও (Sandipta Sen)। মিথ্যে খবরে জেরবার হয়ে শেষে সোশ্যাল মিডিয়ায় দিলেন বিবৃতি।
কোন মিথ্যে খবরে বিরক্ত অভিনেত্রী?
শোনা গিয়েছিল, ছোটপর্দায় ফিরছেন সন্দীপ্তা। কৌশিক রায়ের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনায় তৈরি হবে নতুন এই সিরিয়াল। তবে এখবর সম্পূর্ণ মিথ্যে। আপাতত ছোটপর্দায় সন্দীপ্তার ফেরার কোনও সম্ভাবনা নেই। আর সেকথাই ফেসবুক পোস্টে জানিয়ে দিলেন অভিনেত্রী।
মঙ্গলবার সন্দীপ্তা লেখেন, “সম্পূর্ণ ভুল একটা খবর অনেকদিন ধরেই শুনছি। আমার মনে হল এবার বলা উচিত। আমাকে যাঁরা খুব ভালবাসেন এবং আমাকে টিভির পর্দায় রোজ দেখতে চান তাঁদের মনে যাতে ভুল আশা না জন্মায় তাই মনে হল আমার বলা উচিত। আমি এই মুহূর্তে কোনও সিরিয়াল করছি না। কোনও চ্যানেল বা প্রযোজনা সংস্থার সঙ্গে কোনও কথাই হয়নি।”
এরপরই আবার অভিনেত্রী লেখেন, “আমি এখন যে ওয়েব সিরিজ এবং সিনেমা করছি তাতে মানুষের কাছ থেকে যে প্রচুর ভালবাসা আর আশীর্বাদ পাচ্ছি আমি সত্যিই কৃতজ্ঞ। যাঁরা সিরিয়ালে আমায় দেখতে চান তাঁদের জন্য বলছি আমি নিশ্চয়ই ফিরব সিরিয়ালে। তবে এখন না। প্লিজ আরেকটু অপেক্ষা করতে হবে।” প্রসঙ্গত, এর আগে ‘করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব’ সিরিয়ালে মা সারদার ভূমিকায় অভিনয় করেছিলেন সন্দীপ্তা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.