Advertisement
Advertisement
Payel De

পাহাড়ে ঘুরতে গিয়ে বিপত্তি, দুর্যোগে ঘরবন্দি পায়েল-দ্বৈপায়ন

বাড়ি ফিরতে না পেরে আতঙ্কে তারকা দম্পতি।

Actress Payel de stuck in kalimpong with family Due to heavy Rain | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 20, 2021 7:13 pm
  • Updated:October 20, 2021 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালিম্পংয়ে ঘুরতে গিয়ে বিপাকে পড়লেন ‘বেহুলা’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী পায়েল। সঙ্গে রয়েছেন তাঁর স্বামী অভিনেতা দ্বৈপায়ন ও সন্তান মেরাখও।

পায়েল ও দ্বৈপায়নের পায়ের তলায় সরষে। সুযোগ পেলেই ঘুরতে চলে যান। এ ব্যাপারে পাহাড় তাঁদের প্রথম পছন্দ। পুজোর সময় শুটিংয়ের কাজ বন্ধ থাকে। তাই এই ছুটিকে কাজে লাগিয়ে কালিম্পঙে ঘুরতে গেলেন পায়েল ও দ্বৈপায়ন। কিন্তু ঘুরতে গিয়ে যে এরকম বিপাকে পড়তে হবে তাঁদের, তা আন্দাজও করতে পারেননি।

Advertisement

কেমন আছেন এই তারকা দম্পতি?

স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়িকে নিয়ে কালিম্পংয়ের কাছে টাকনা নামের একটি গ্রামে একটি গেস্ট হাউজে রয়েছেন অভিনেত্রী। সেখান থেকেই পায়েল জানিয়েছে, “আমরা সবাই ঠিক আছি। বৃষ্টির জন্য ধস নেমেছে। তাই আটকে পড়েছি। আজ এনজেপি থেকে ট্রেন ছিল আমাদের। আগামিকাল যে কোনও উপায়েই শিলিগুড়ি যেতে হবে।’

Payel De
দ্বৈপায়ন ও ছেলে মেরাখের সঙ্গে পায়েল।

[আরও পড়ুন: জামিন পেলেন না আরিয়ান খান, আপাতত জেলেই থাকতে হবে শাহরুখপুত্রকে]

বিরামহীন বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ (North Bengal)। বুধবার সকালেও বৃষ্টি চলেছে। উত্তরের জেলাগুলির পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। ফের পাহাড়ে নেমেছে ধস। তার ফলে বন্ধ একাধিক রাস্তা। বন্ধ টয়ট্রেন পরিষেবা। সমস্যায় পর্যটক এবং স্থানীয় বাসিন্দারা।

Payel

দার্জিলিংয়ের পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। টানা বৃষ্টিতে (Rain) দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার ৫৫ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। তার ফলে গাড়ি চলাচল বন্ধ। বিকল্প রোহিণী রোড ধরে চলছে গাড়ি। ধোতরে, মানেভঞ্জন, রিমবিক, গোক, বিজনবাড়ি এলাকায় ফের নতুন করে ধস নেমেছে।

[আরও পড়ুন: রোশনের বিরুদ্ধে খোরপোশের মামলা শ্রাবন্তীর! জানেন প্রতি মাসে কত টাকা চাইলেন অভিনেত্রী?]

 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement