সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাপ ক্যাব বুক করে হয়রানির শিকার হতে হল অভিনেত্রী মানালি মনীষা দে’কে (Manali Manisha Dey)। ‘ধুলোকণা’ সিরিয়ালের শুটিংয়ের জন্য যাচ্ছিলেন মানালি। মাঝ রাস্তায় জোর করে তাঁকে নামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সেই ভিডিও ফেসবুকে আপলোডও করেন অভিনেত্রী।
‘ধুলোকণা’য় (Dhulokona ) ফুলঝুরির চরিত্রে অভিনয় করেন মানালি। জোকায় শুটিং করতে যাচ্ছিলেন। স্টুডিওয় যাওয়ার জন্য বুক করেছিলেন অ্যাপ ক্যাব (App Cabs)। বেহালা চৌরাস্তার কাছে আচমকা তাঁর ক্যাবটি আটকে দেওয়া হয়। কয়েকজন অভিনেত্রীকে ক্যাব থেকে নেমে যেতে বলেন। কেন এমনটা বলছেন তাঁরা? প্রশ্ন করেন মানালি। তাঁর উত্তরে জানানো হয়, অ্যাপ ক্যাবের নাকি স্ট্রাইক চলছে।
মানালি জানান, এ বিষয়ে ক্যাব সংস্থার পক্ষ থেকে তাঁকে কিছু জানানো হয়নি। এর উত্তরে বলা হয়, “এখন বলছি নেমে যান।” অভিনেত্রী জানান, তাঁর শুটিংয়ের দেরি হয়ে যাচ্ছে। কিন্তু বিক্ষোভকারীরা কোনও কথা শুনতে রাজি ছিলেন না। সামান্য সময়ের জন্য লাইভ করে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানান মানালি। তারপর কোনওভাবে স্টুডিওয় পৌঁছান। সেকথাও ফেসবুকে জানান অভিনেত্রী।
এক সংবাদমাধ্যমকে নিজের এই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে অভিনেত্রী আরও কিছু দুর্দশার কথা উল্লেখ করেন। তিনি জানান, আজকাল অ্যাপ ক্যাব বুক করতে গেলেই গন্তব্য কোথায় তা আগে জানতে চাওয়া হয়। সেই গন্তব্য চালকের পছন্দ না হলে রাইড ক্যানসেল করে দেওয়া হয়। তাই অ্যাপ ক্যাব বুক করার পর এখনও চালককে অভিনেত্রী জানান না কোথায় যেতে হবে। কিন্তু তারপরও হয়রানির শিকার হতে হল বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীকে। অনেকেই এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। কেউ কেউ আবার প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন তাঁদেরও এমন অভিজ্ঞতা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.