Advertisement
Advertisement

Breaking News

জুঁই সেনগুপ্ত

এবার পেট্রল পাম্পে দাদাগিরির অভিযোগ, কলকাতায় ফের হেনস্তার শিকার অভিনেত্রী

হেনস্তার অভিযোগে একজনকে আটক করেছে কসবা থানার পুলিশ।

Actress Juhi Sengupta was harassed in a petrol pump near Rubi
Published by: Bishakha Pal
  • Posted:August 25, 2019 7:41 pm
  • Updated:August 25, 2019 9:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতার বুকে আরও একবার হেনস্তার শিকার হলেন এক টেলি অভিনেত্রী। নাম জুঁই সেনগুপ্ত। বাংলা টেলিভিশনে তিনি পরিচিত মুখ। রবিবার কসবার একটি পেট্রল পাম্পে তেল ভরতে গিয়ে তাঁকে হেনস্তার শিকার হতে হয়। এনিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন জুঁই।  

অভিনেত্রী জানিয়েছেন, বেশ কিছুদিন কলকাতার বাইরে ছিলেন তিনি। সম্প্রতি ফিরেছেন। রবিবার ছুটির দিন। তাই তিনি এই দিনটা পরিবারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন। পরিকল্পনামাফিক বাবা-মায়ের সঙ্গে বের হন তিনি। গাড়ি নিয়েই বেরিয়েছিলেন। রুবির মোড়ে একটি পেট্রল পাম্প থেকে পেট্রল ভরতে গাড়ি থামান তাঁরা। তখনই ঘটনাটি ঘটে। জুঁইয়ের অভিযোগ, যিনি পেট্রল পাম্পের কর্মীকে তিনি ১৫০০ টাকার পেট্রোল ভরতে বলেন। কিন্তু ২৪০০ টাকা পেরিয়ে যাওয়ার পরও সেই কর্মী পেট্রল ভরে যাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে তেল দেওয়া থামাতে বলেন জুঁই। কিন্তু পাম্পের কর্মী সাফাই দেন, “আমরা তো ৩০০০ টাকার তেল শুনেছিলাম।”

Advertisement

[ আরও পড়ুন: বিয়ের ভয়ে বাড়ি ছেড়ে পালালেন সৌরভ! ‘ফেলুনাথের মার্কশিট’-এ জমল মজা ]

ঘটনায় জুঁইয়ের বাবার সঙ্গে পাম্পকর্মীর কথা কাটাকাটি হয়। বচসা ক্রমে ভয়াবহ রূপ নেয়। অভিযোগ, আচমকাই গাড়ির সামনে ও পাশ থেকে প্রায় ঘেরাও করে পাম্পের কর্মীরা। জুঁই জানিয়েছেন, তাঁরা গুন্ডার মতো ব্যবহার করছিলেন। এরপরই জুঁইয়ের গাড়ির চাবি খুলে নেওয়া হয় বলে অভিযোগ। আটকাতে যান অভিনেত্রীর বাবা। অভিযোগ, তখনই তাঁকে মারধর করা হয়। ৭৩ বছরের বৃদ্ধ বাবাকে মার খেতে দেখে এগিয়ে যান জুঁই। তাঁকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। তিনিও পালটা ধাক্কা দেন একজন কর্মীকে। এরপরই ১০০ নম্বরে ডায়াল করে বিষয়টি পুলিশকে জানান জুঁই।

অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে কসবা থানার পুলিশ। তাদের গোটা ঘটনার কথা খুলে বলেন অভিনেত্রী ও তাঁর পরিবার। অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে কসবা থানার পুলিশ। পেট্রল পাম্পের ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিনেত্রীর অভিযোগ, তাঁদের এমন অবস্থা দেখে কেউ এগিয়ে আসেনি। এনিয়ে একটি ফেসবুক লাইভও করেন তিনি।

[ আরও পড়ুন: নয়া সিজনে চমক, ‘বিগ বস’-এর অতিথি হচ্ছেন স্বস্তিকা! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement