ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ ‘সীতা’। তিনি পর্দার জানকী। দর্শক-অনুরাগীদের কাছে আজও দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia) ‘সীতা মা’ বলেই পরিচিত। তিনিই অযোধ্যায় রামমন্দির উদ্বোধনকে ভারতের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় বলে মনে করছেন।
লোকসভা ভোটের আগেই আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের (Ram Mandir) উদ্বোধন। আর ‘রাম লাল্লা’র জন্য অযোধ্যায় বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। সাজসাজ রব। মোদি, যোগীর মতো রাজনৈতিক নেতা, সন্ন্যাসী, ভক্তদের পাশাপাশি ঐতিহাসিক দিনে আমন্ত্রিত বহু বিশিষ্টজন। আমন্ত্রণ গিয়েছে টেলিপর্দার ‘রাম-সীতা’ অরুণ গোভিল, দীপিকা চিখলিয়ার কাছেও। সেই প্রেক্ষিতেই দীপিকা চিখলিয়ার উচ্ছ্বাস যেন আর বাঁধ মানছে না।
অভিনেত্রী জানিয়েছেন, পর্দার রাম অরুণ গোভিলের সঙ্গেই আগামী ২২ জানুয়ারি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে অযোধ্যায় উপস্থিত থাকবেন তিনি। দীপিকা চিখলিয়ার কথায়, “সকলের উদ্দেশে বলতে চাই যে, ২০২৪ সালের ২২ জানুয়ারি দিওয়ালির নতুন তারিখ। অযোধ্যায় যেভাবে দীপাবলি পালিত হবে, আপনারাও যে যাঁর বাড়িতে দিওয়ালি পালন করে শ্রীরামকে স্বাগত জানান।”
গত বছর জুলাই মাসে অযোধ্যায় ‘ধরতিপুত্র নন্দিনী’ সিরিয়ালের শুটিং শুরুর আগে রামমন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলেন দীপিকা চিখলিয়া। লাল শাড়ি, গেরুয়া উত্তরীয় পরে প্রসাদের থালা হাতে দেখা যায় তাঁকে। এবার রামমন্দির উদ্বোধনের দিনও উপস্থিত থাকার কথা নিশ্চিত করলেন টেলিপর্দার ‘সীতা মা’।
‘সীতা’ বললেই দর্শকদের চোখের সামনে যাঁর চেহারে ভেসে ওঠে গত তিন দশক ধরে তিনি দীপিকা চিখলিয়া। ১৯৮৩ সালে ‘শুন মেরি লায়লা’ ছবিতে রাজ কিরণের বিপরীতে নায়িকার ভূমিকায় বলিউডে শিকে ছিঁড়লেও টেলিভিশনের ‘রামায়ণ’-এর সুবাদেই দর্শকদের অন্দরমহলে রাতারাতি জনপ্রিয় হয়ে যান দীপিকা চিখলিয়া। তবে সেই সিরিয়াল সুপারহিট হলেও অভিনেত্রীর ফিল্মি কেরিয়ারের গ্রাফ পরে আর উর্ধ্বমুখী হয়নি। ‘সীতা’র চরিত্রে দর্শকদের মনে ফ্রেমবন্দি হয়ে যান তিনি। পরিচালক-প্রযোজকরাও সেই ইমেজ ভেঙে বিতর্ক সৃষ্টির ভয়ে নতুন কোনও চরিত্রে কাস্ট করেননি দীপিকা চিখলিয়াকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.