Advertisement
Advertisement
অভিনেত্রী

নিজের মেয়েকে খুন করে আত্মঘাতী অভিনেত্রী, উদ্ধার সুইসাইড নোট

আর্থিক সংকটের জেরে আত্মহত্যা বলেই সুইসাইড নোটে উল্লেখ অভিনেত্রীর৷

Actress allegedly strangulated her daughter and then hanged herself
Published by: Sayani Sen
  • Posted:August 10, 2019 1:29 pm
  • Updated:August 10, 2019 1:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের মেয়েকে গলা টিপে খুন করে আত্মঘাতী হলেন এক অভিনেত্রী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্র্রের কালওয়ার মনীষা নগরে৷ মানসিক অবসাদ থেকেই ওই অভিনেত্রী এই কাণ্ড ঘটিয়েছেন বলেই সুইসাইড নোটে উল্লেখ করেছেন তিনি, পুলিশ সূত্রে এমনই খবর মিলছে৷

[আরও পড়ুন: কর্মজীবনের ২৫ বছর পূর্তি, যাত্রাপথ ফিরে দেখলেন মীর]

গত শুক্রবার ওই অভিনেত্রীর স্বামী জিমে গিয়েছিলেন৷ সেই সময় বাড়িতে ছিলেন ওই অভিনেত্রী এবং তাঁর বছর সতেরোর মেয়ে শ্রুতি৷ অভিনেত্রী প্রথমে তাঁর কন্যাকে গলা টিপে খুন করেন৷ পরে আত্মহত্যা করেন তিনি৷ অভিনেত্রীর স্বামী জিম থেকে ফিরে স্ত্রী এবং মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন৷ খবর দেওয়া হয় পুলিশ৷ তদন্তকারীরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে৷ দেহ দুটির পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ৷

Advertisement

[আরও পড়ুন: এবার সিরিয়ালে সৌরভ, জানেন কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?]

তাতে পরিষ্কার করে লেখা রয়েছে, ‘‘বর্তমানে আমার স্বামীর ব্যবসায় বড়সড় লোকসান হয়েছে৷ ছোটপর্দায় অভিনয় করেও লাভ কিছুই হচ্ছে না৷ আর্থিক সংকটের মাঝে আর বাঁচতে পারছি না৷’’ ওই সুইসাইড নোটে একমাত্র মেয়ে শ্রুতিকে গলা টিপে খুন করার কথাও স্বীকার করে নিয়েছেন তিনি। পুলিশের দাবি, আর্থিক সংকটের জেরে মানসিক অবসাদেই মেয়েকে খুন করে আত্মহত্যার সিদ্ধান্ত নেন ওই অভিনেত্রী৷

Marathi-Actress

[আরও পড়ুন: টেলিভিশনের পর্দায় ফের ‘এখানে আকাশ নীল’, সঙ্গে নতুন উজান-হিয়া]

আত্মঘাতী অভিনেত্রী প্রদন্যা প্রধানত মারাঠি টিভি সিরিয়ালে কাজ করেন৷ তবে হিন্দি ছবিতেও কিছু কাজ করেছেন তিনি। তাঁর অভিনয় করা বেশ কয়েকটি ছবি আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাওয়ার কথা। তবে তাঁর অভিনয় দর্শকদের মন কাড়ল কি না, তা দেখে যেতে পারলেন না প্রদন্যা৷ আপাতত অভিনেত্রীর স্বামীকে আটক করে জেরা করছে পুলিশ৷ তাতেই মৃত্যুরহস্য উদঘাটিত হবে বলে আশা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement