Advertisement
Advertisement
Gourab Mondal

গৌরবের জন্মদিনেই শ্রীকৃষ্ণের ‘মহালীলা’, বৃন্দাবন থেকে সন্তানসুখের সুখবর দিলেন অভিনেতা

অভিনেতা গৌরব ও চিন্তামণির সংসারে আসছে নতুন অতিথি।

Actor Gourab Mondal announces pregnancy of his wife from Vrindavan

ছবি: ইনস্টাগ্রাম

Published by: Manasi Nath
  • Posted:March 25, 2025 4:18 pm
  • Updated:March 25, 2025 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেতা গৌরব মণ্ডল। একাধিকবার নানা কারণে খবরের শিরোনামে এসেছেন গৌরব। তবে তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবরটি নেটপাড়া তোলপাড় করেছিল তা হল, বিদেশিনী কৃষ্ণভক্ত নৃত্যশিল্পী চিন্তামণি ডায়নার সঙ্গে গৌরবের মালাবদল। এরপর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়। এবার ফের একবার খবরের শিরোনামে অভিনেতা গৌরব। তবে তাঁর নতুন কোনও কাজের খবর দেননি অভিনেতা। বরং অন্য এক সুখবর দিয়েছেন। চিন্তামণি ও তাঁর সংসারে আসছে নতুন অতিথি।

মঙ্গলবার, ২৫ মার্চ অভিনেতা গৌরবের জন্মদিন। এই দিনেই নিজের সোশাল মিডিয়ায় স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সন্তান আসার সুখবর দিয়েছেন গৌরবপত্নী চিন্তামণি। এক ভিডিওবার্তা দিয়েছেন নৃত্যশিল্পী। সেখানে দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবনের তরুতলে তাঁরাও যেন লীলায় মত্ত। তাঁদের পরনে সাদা রঙের বৈষ্ণবরীতির পোশাক। কপালে রসকলি। নাচের ভঙ্গিমায় গর্ভধারণের বিষয়টি প্রকাশ করেছেন দম্পতি। ভিডিওর সঙ্গে ক্যাপশনে চিন্তামণি লিখেছেন, ‘কৃষ্ণের থেকে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে? তিনি আমাদের বৃন্দাবনে আশীর্বাদ করে বিশেষ উপহার দিয়েছেন। খবরটা আমরা আর আড়াল করতে পারছি না। সন্তানের আগমনের অপেক্ষায় আমরা অধীর হয়ে উঠেছি।’

Advertisement

উল্লেখ্য, এই বৃন্দাবনেই রাশিয়ান নৃত্যশিল্পী চিন্তামণির সঙ্গে প্রথম আলাপ হয় ছোটপর্দার অভিনেতা গৌরবের। চিন্তামণি ছেলেবেলা থেকেই কৃষ্ণভক্ত। ভারতীয় শিক্ষা, শিল্প-সংস্কৃতি, ধর্ম- সবকিছুর প্রতি চিন্তামণির বিশেষ আকর্ষণ ছিল। সেই তাগিদেই ভারতীয় নৃত্যের তালিম নেন তিনি। এরপর ইসকন আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের হাত ধরে ভারতে এসে এদেশে পাকাপাকি ভাবে বসবাস শুরু করেন তিনি। বৈষ্ণব ধর্মেও দীক্ষিত হন। তাঁর সঙ্গে আলাপ ও বিয়ের পর গৌরবের জীবনে এসেছে আমূল বদল। অভিনেতাকে ইদানীং পর্দার তুলনায় মায়াপুর-বৃন্দাবনেই বেশি দেখা যায়। গৌরবের উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে ‘কনে বউ’, ‘নয়নতারা’, ‘ওম নমঃ শিবায়’-এর মতো সফল সিরিয়াল।

 

 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dream GIRL with Vrindavan Soul❤️Professional Dancer (@chintamani_diana)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement