Advertisement
Advertisement
Bhaswar Chatterjee

খেতে খেতে এ কী চেহারা হল ভাস্বর চট্টোপাধ্যায়ের? দেখুন কাণ্ড

কী এমন খেলেন অভিনেতা?

Actor Bhaswar Chatterjee posted funny video on Instagram | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 29, 2021 8:44 pm
  • Updated:November 29, 2021 9:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতের কাছে প্রিয় মিষ্টি পেয়েই খুশিতে আত্মহারা ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। একের পর একে মুখের ভিতরে চালান করে দিলেন। তাতেই মারাত্মক অবস্থা হল অভিনেতার। মুখ ফুলে ঢোল।

না না ভয় পাওয়ার কোনও কারণ নেই। ভাস্বর আছেন ভাস্বরেই। অভিনেতার চেহারার এই পরিবর্তন আসলে প্রযুক্তির কেরামতি। বুঝলেন না? আরে মশাই স্পেশ্যাল এফেক্ট। তার কল্যাণেই টলিপাড়ার জনপ্রিয় অভিনেতার মুখ এভাবে ফুলেছে। 

Advertisement

Bhaswar Chatterjee posted funny video

সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও পোস্ট করেন ভাস্বর। বেশিরভাগই থাকে কাশ্মীরের পোস্ট। কখনও কাশ্মীরি খাবারের ভিডিও শেয়ার করেন, কখনও কাশ্মীরি ভাষায় গান গেয়ে ওঠেন। মাঝে মধ্যে এমন মজার পোস্টও করে থাকেন অভিনেতা। যেমন এই মিষ্টি ভিডিওটি। ভিডিওতে একের পর এক ডোনাট খেতে দেখা যাচ্ছে ভাস্বরকে। আর তাতেই ক্রমাগত ফুলে উঠছে তাঁর মুখ। পুরোটাই হয়েছে স্পেশ্যাল এফেক্টের সৌজন্যে।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhaswar Chatterjee (@bhaswarofficial)

[আরও পড়ুন: BJP CANDIDATE LIST: কলকাতা পুরভোটে ১৪৪ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা বিজেপির, প্রাধান্য মহিলা ও তরুণদের]

গ্যাংটক থেকে ভিডিওটি পোস্ট করেছেন ভিডিওটি পোস্ট করেছেন ভাস্বর। বেশ কিছুদিন পাহাড়ের কোলে আশ্রয় নিয়েছেন অভিনেতা। সেখানকার নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। নানা ছবি ও ভিডিও-ও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও বাবার সঙ্গে জলপ্রপাত দর্শন করেছেন, কখনও আবার হাসিমুখে কাঞ্চনজঙ্ঘার সামনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন। ছাঙ্গু লেকেও গিয়েছিলেন ভাস্বর। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhaswar Chatterjee (@bhaswarofficial)

উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসেই হাসপাতালে ভরতি হতে হয়েছিল ভাস্বরকে। অভিনেতার  পিত্তথলিতে পচন ধরতে শুরু করেছিল। অস্ত্রোপচার না করলে প্রাণ সংশয় হতে পারত। সঠিক সময়ে রোগ ধরা পড়াতেই রক্ষা। সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকের কথা মেনে এখন ভাল আছেন অভিনেতা। জীবনের মূল্য বোঝেন, তাই বোধহয় তাকে সেলিব্রেট করার কোনও সুযোগ ছাড়েন না ভাস্বর। 

Bhaswar Chatterjee with Father

[আরও পড়ুন: প্রণয়ঘটিত সম্পর্কে টানাপোড়েনের জের! সেন্ট জেভিয়ার্সের পড়ুয়ার উপর হামলা, উত্তেজনা সোদপুরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement