Advertisement
Advertisement

Breaking News

Abhishek Bose

পর্দার শত্রুতা, বাস্তবে প্রেম! শার্লির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন ‘ফুলকি’র নায়ক অভিষেক?

'ফুলকি'র সেটে আইবুড়ো ভাত পর্বও সেরে ফেলেছেন অভিষেক ও শার্লি।

Abhishek Bose and Sharly Modak to tie knot tomorrow
Published by: Sayani Sen
  • Posted:April 28, 2025 5:04 pm
  • Updated:April 28, 2025 5:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় ‘ফুলকি’ ধারাবাহিকের রোহিত আর শালিনী একে অপরের প্রাক্তন। শত্রু বললেও ভুল কিছু হবে না। বাস্তবের সঙ্গে অবশ্য তার আকাশপাতাল তফাৎ। রিয়েল লাইফে সেই দু’জনই নাকি মন দেওয়া নেওয়া সেরে ফেলেছেন। ধারাবাহিকের সেটে আইবুড়ো ভাত পর্বও হয়েছে অভিষেক বসু ও শার্লি মোদকের। সব ঠিকঠাক থাকলে নাকি মঙ্গলবার ছাঁদনাতলায় যাচ্ছেন টেলিভিশনের দুই চেনা মুখ।

সম্প্রতি বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছে। ‘ফুলকি’র পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসকে দেখা গিয়েছে অভিষেক এবং শার্লির মাঝে বসে থাকতে দেখা গিয়েছে। আর সামনে থালা ও বাটিতে সাজানো নানারকমের খাবার। মেনুতে একেবারে বাঙালিয়ানার ছোঁয়া। ভাত, আলুভাজা, পটলভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, বেগুনি, ছানার ডালনা, ভেটকি মাছের পাতুরি, খাসির মাংস, আমের চাটনি, রসগোল্লা, সন্দেশ ও মিষ্টি দই। জ্বালানো প্রদীপ থেকেই প্রমাণ কোনও শুভকাজই হচ্ছে।

Advertisement

শোনা গিয়েছিল, ‘ভাগ্যলক্ষ্মী’ ধারাবাহিকের নায়িকা সুরভীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল অভিষেকের। বছর সাতেক সম্পর্ক ছিল তাঁদের। গত বছরের ডিসেম্বরে অভিষেক ও সুরভী সাতপাকে বাঁধা পড়বেন বলেও কানাঘুষো শোনা গিয়েছিল। কিন্তু তারই মাঝে দুঃসংবাদ। প্রেমের সম্পর্ক ভেঙে তছনছ হয়ে যায়। দু’জনের জীবনের পথ হয়ে যায় আলাদা। এরপর অভিষেকের মনের ঠিকানা বদলায়। শার্লির সঙ্গে প্রেমের সম্পর্কে বাঁধা পড়েন অভিনেতা। দু’জনে স্বীকার না করলেও প্রেম নিয়ে টলিপাড়ার অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছিল। সকলকে অবাক করে এবার সামনে এসেছে আইবুড়ো ভাতের ছবি। সম্ভবত মঙ্গলবার সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা। দক্ষিণ কলকাতার প্রথম সারির এক ব্যাঙ্কোয়েটে বসবে বিয়ের আসর। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ বৃত্তেই বিয়ে সারবেন তাঁরা। তবে ‘ফুলকি’ ধারাবাহিকের সবাই তাঁদের বিয়েতে আমন্ত্রিত বলেই খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement