বিশাখা পাল: বাংলা টেলিভিশনে ধারাবাহিক মানেই অতিনাটকীয়তা। শাশুড়ি-বউমার কলহ, নাহলে অতিরঞ্জিত কোনও পারিবারিক সমস্যা- ধারাবাহিক মানেই সেখানে ভিলেন বাড়ির বউ, নয়তো শাশুড়ি। সামাজিক ইস্যুর উপর ভিত্তি করে সিরিয়াল তৈরির রেওয়াজ আজ প্রায় উঠেই গিয়েছে। যেটুকু আছে, তাও শুরু হয়ে মোড় সেই গতানুগতিকতার দিকেই ঘুরে যায়। তবে কয়েকটি ধারাবাহিক সামাজিক সমস্যা সমাজের চোখে আঙুল দিয়ে দেখানোর কাজটি করে আসছে। তেমনই একটি ধারাবাহিক হতে চলেছে ‘এক যে ছিল খোকা’।
গল্পের বিষয় শিশুশ্রম। এমন বিষয় নিয়ে টেলিভিশনে ধারাবাহিক বা টেলিফিল্ম যে আগে হয়নি, তা নয়। সেখানে শিশুশ্রম বন্ধ করার সপক্ষে কথা বলা হয়েছে। কিন্তু কেন শিশুরা শ্রমিকের পথ বেছে নেয়, কেনই বা তাদের মা-বাবারা নিজের ছেলেমেয়েদের শারীরিক কাজ করতে পাঠান, তা নিয়ে খোলাখুলি কোথাওই বলা হয়নি। সেদিক থেকেই ব্যতিক্রম ‘এক যে ছিল খোকা।’
[ আরও পড়ুন: চলতি বছরই দীর্ঘদিনের গার্লফ্রেন্ডের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন বরুণ! ]
গল্পের প্রধান চরিত্র এক কিশোর। নাম আশিক। এই চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াংশু দাস। বাবা নেই। তাই মা ও বোনেদের দেখাশোনার ভার এসে পড়েছে তার উপর। স্কুলের গণ্ডি সে পেরোয়নি। বয়সও নিতান্ত অল্প। অগত্যা পেটের টানে তাকে শারীরিক কসরত করতে হয়। ঘটনাচক্রে তার আলাপ হয় শহুরে মেয়ে কোয়েলের সঙ্গে। এই চরিত্রে অভিনয় করেছেন উজানী। তাঁর চরিত্রটি এক প্রাণবন্ত মেয়ের। আশিকের সঙ্গে পরিচয় হওয়ার পর সে জানতে পারে সে যেভাবে জীবনটা দেখে, জীবন আদতেও তত সহজ নয়। কোয়েল অবাক হয়ে যায় এই ভেবে, যে এই ছোট বয়সে কাউকে তার বাবা-মা কাজ করতে পাঠায় কী করে? কিন্তু একদিন আশিক বা তার মতো ছেলেরা কাজে না এলে যে বাড়িতে হাঁড়ি চড়বে না, তা কি কোয়েলের মতো মেয়েরা ধারণা করতে পারে?
এই প্রশ্ন আজ সর্বত্র। দেশে শিশুশ্রমের বিরোধিতা করে অনেক আলোচনা, সেমিনার হয়েছে। অনেক উদ্যোগও নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। কিন্তু কেউ কি এর অন্তরালের গল্পটা ভেবে দেখেছে? আজ একজন কিশোর বা কিশোরীকে শ্রম থেকে উদ্ধার করে স্কুলে পাঠানো হল। কিন্তু তার বাড়িতে হয়তো এমন একটা পরিস্থিতি যে সে কাজ না করলে টাকা আসে না। সব ক্ষেত্রে হয়তো নয়। কিন্তু কিছু ক্ষেত্রে তো আছে। সেই ব্যতিক্রমের জায়গাগুলোতেই পথ খুঁজতে চেষ্টা করেছে ‘এক যে ছিল খোকা।’
ছবিতে প্রিয়াংশু ও উজানী ছাড়াও অভিনয় করেছেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়, রানা মিত্র, পিংকি বন্দ্যোপাধ্যায়, দেবশ্রী রায়, ঐশানী দে, রাজ ভট্টাচার্যের মতো অভিনেতারা। পরিচালনায় রবিন দাস। আকাশ আট চ্যানেলে ১ জুলাই থেকে প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় দেখা যাবে এই ধারাবাহিকটি। প্রকৃতপক্ষে এটি ‘ছয় মাসের মেগা’-র একটি গল্প যা জুলাই থেকে শুরু করে টানা ছ’মাস দেখা যাবে। এখন এই সিরিজে দেখা যাচ্ছে ‘একা নয় একান্নবর্তী’। জুনে এই ধারাবাহিকটি শেষ হবে। ১ জুলাই থেকে সেই জায়গায় টেলিকাস্ট হবে ‘এক যে ছিল খোকা।’
[ আরও পড়ুন: নতুন রূপে ঋতুপর্ণা, শেখাবেন সুন্দর জীবনের সংজ্ঞা ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.