সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা-মা নেই৷ দুই বোনই দু’জনের জীবন৷ ছোট বোনকে প্রতিষ্ঠিত করতে নিজের জীবনও বাজি রাখতে রাজি দিদি৷ এমনই প্রেক্ষাপটে কালার্স বাংলায় আসতে চলেছে একটি নতুন মেগা ধারাবাহিক ‘কনক কাঁকন’৷ আগামী ১৫ এপ্রিল থেকেই শুরু হবে ধারাবাহিকের সম্প্রচার৷
দিদির নাচে দক্ষ৷ কিন্তু নাচকে কেরিয়ার হিসাবে ভাবতে বাধা শারীরিক অসুস্থতা৷ এদিকে, বোনের নেশা দৌড়৷ এভাবেই একদিন ঠিক সাফল্য আসবে, আশা তার৷ ছোট বোনকে জীবনযুদ্ধে জয়ী করার জন্য প্রয়োজন টাকার৷ কিন্তু বাবা-মা যাঁদের নেই, তাঁদের কে আর এগিয়ে এসে সাহায্য করবে? তাই বোনের ভরসা দিদি৷ আর দিদির ভরসা বোন৷ নিজের জীবন বাজি রেখে আবারও নাচকে বেছে নিলেন দিদি৷ সেই খবর কানে আসা মাত্রই দিদির শারীরিক অবস্থার কথা ভেবে আকুল বোন৷ জীবনযুদ্ধে কি জয়ী হতে পারবে কনক কাঁকন? দুই বোনের দৈনন্দিন টানাপোড়েনের গল্পই উঠে আসছে টেলিভিশনের পর্দায়৷ আগামী ১৫ এপ্রিল থেকে কালার্স বাংলায় দেখা যাবে এই মেগা ধারাবাহিক৷ কনকের ভূমিকায় দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে৷ ‘সিঁদুর খেলা’, ‘ভালবাসা ডট কম’, ‘জড়োয়ার ঝুমকো’র মতো একাধিক জনপ্রিয় টেলি সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে৷ কাঁকনের ভূমিকায় দেখা যাবে শ্রাবণী ভুঁইয়াকে৷ বর্তমানে ‘জয় কানাইয়া লাল কি’ নামে একটি হিন্দি ধারাবাহিকে কাজ করছেন তিনি৷
এর আগে দুই বোনের সম্পর্কের সমীকরণ নিয়ে মেগা ধারাবাহিক তৈরি হয়েছে৷ ‘আশা লতা’ নামে একটি টেলি সিরিয়াল বর্তমানে দর্শকদের মন জয় করেছে৷ তার আগে ২০১১ সালে দুই বোনের সম্পর্ক নিয়ে ‘টাপুর টুপুর’ নামে একটি মেগা ধারাবাহিক তৈরি হয়েছিল৷ সন্দীপ্তা সেন এবং অনন্যা বিশ্বাস অভিনীত ওই ধারাবাহিকও বেশ প্রশংসিত৷ প্রায় দু’বছর ধরে ধারাবাহিকটি সম্প্রচারিত হয়েছিল৷ এবার পালা ‘কনক কাঁকন’-এর৷ অভিনয়ের দক্ষতায় বাঙালির ড্রয়িং রুমে ইতিমধ্যেই বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন শ্বেতা এবং শ্রাবণী৷ ‘কনক কাঁকন’ কতটা দর্শকদের মন জয় করতে পারে, সেটাই এখন দেখার৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.