Advertisement
Advertisement
জোম্যাটো

‘মুসলমান বলে অশ্লীল মন্তব্য’, জোম্যাটো গ্রাহকের কুরুচিকর টুইটের পালটা তসলিমার

২০১৩ সালে তসলিমার একটি টুইটে স্তন নিয়ে অশ্লীল মন্তব্য করেছিলেন অমিত শুক্লা৷

Taslima Nasreen slammed Zomato critic Amit Shukla
Published by: Sayani Sen
  • Posted:August 3, 2019 10:18 am
  • Updated:August 3, 2019 10:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তসলিমা নাসরিনের একটি ছবিতে স্তন নিয়ে অশ্লীল মন্তব্য করেছিলেন জোম্যাটোর বিতর্কিত গ্রাহক অমিত শুক্লা৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার ওই গ্রাহককে একহাত নিলেন বাংলাদেশি লেখিকা৷

জব্বলপুরের বাসিন্দা অমিত শুক্লা গত বুধবার জোম্যাটোর মাধ্যমে নিরামিষ খাবার অর্ডার দেন৷ তিনি জানতে পারেন, তাঁর খাবার সরবরাহকারী একজন মুসলমান যুবক৷ শুধুমাত্র ধর্মীয় কারণে খাবারের অর্ডার বাতিল করে দেন অমিত৷ হকচকিয়ে যান ডেলিভারি বয়৷ গ্রাহকের প্রত্যাখ্যানে রীতিমতো ভেঙে পড়েন৷ পেশাগত জীবনে গ্রাহকের পদক্ষেপ প্রভাব ফেলবে কি না, এই চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর৷ ঠিক সেই মুহূর্তেই তাঁর পাশে এসে দাঁড়ায় জোম্যাটো কর্তৃপক্ষ৷ শুধুমাত্র ধর্মীয় ভেদাভেদের জেরে গ্রাহকের অর্ডার বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে ওই খাবার সরবরাহকারী সংস্থা সাফ জানিয়ে দেয়, ‘খাবারের কোনও ধর্ম হয় না’৷

Advertisement

[আরও পড়ুন: সাক্ষাৎকারে রবীন্দ্রনাথকে ‘অপমান’, বাংলাদেশি গায়ক নোবেলকে একহাত নিলেন ইমন]

এই ঘটনার পর থেকেই শিরোনামে অমিত শুক্লা৷ বিতর্কের মাঝে তাঁর এই অশ্লীল টুইট সামনে আসায় হতবাক নেটিজেনরা৷ একজন মহিলার স্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কীভাবে এমন জঘন্য মন্তব্য করলেন অমিত, সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা৷ অমিতকে ইতিমধ্যেই জোরালো আক্রমণ করেছেন স্বস্তিকা৷ এবার সেই ঘটনায় মুখ খুললেন খোদ তসলিমা নাসরিন৷ স্বাধীনচেতা হিসাবেই বরাবর পরিচিত বাংলাদেশি লেখিকা৷ যেকোনও ইস্যুতে মুখ খোলাই তাঁর অভ্যাস৷ সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে এমন অযাচিত মন্তব্যের পরিপ্রেক্ষিতেও তাই সরব তসলিমা৷ ২০১৩-র ১৮ এপ্রিলের সেই পুরনো টুইটটির কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘‘এই ব্যক্তি কি সেই যিনি অ-হিন্দু যুবকের হাত থেকে খাবার নিতে অস্বীকার করেন? তিনি কি আদৌ মহিলাদের সম্মান করেন? নাকি আমি মুসলমান বলেই উনি অশ্লীল মন্তব্য করেছেন?’’

খাবারের অর্ডার বাতিল প্রসঙ্গে ক্রমশই কোণঠাসা অমিত শুক্লা৷ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে উঠেছে সংবিধান অবমাননার অভিযোগও৷ কারণ, সাম্প্রদায়িক সম্প্রীতি যে দেশের ঐতিহ্য, সেদেশে ধর্মীয় ভেদাভেদ করার চেষ্টা আইনত অপরাধ৷ অভিযোগ তুলে জব্বলপুর থানার পুলিশ ইতিমধ্যেই অমিতকে নোটিস পাঠিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement