Advertisement
Advertisement

রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের তনুশ্রীর

কেন এমন পদক্ষেপ?

Tanushree has filed a defamation suit against Rakhi Sawant
Published by: Sayani Sen
  • Posted:October 22, 2018 8:16 pm
  • Updated:October 22, 2018 8:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তনুশ্রী দত্তের হাত ধরেই শুরু হয়েছিল বলিউডের #MeToo-র পথ চলা। ইতিমধ্যেই নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ঘিরে সরব হয়েছেন। চলেছে আইনি মামলাও। তবে নানার পর তনুশ্রীর পরবর্তী টার্গেট রাখি সাওয়ান্ত।

[যৌন হেনস্তার অভিযোগ ওড়ালেন সুশান্ত, প্রকাশ করলেন এসএমএস]

বলিউডে #MeToo ঝড় অব্যাহত, নানা পাটেকরের যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন তনুশ্রী দত্ত৷ রাখির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করলেন তিনি। তনুশ্রী রাখির বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারি দুই ধরনের মামলাই করেছেন। রাখি-তনুশ্রী দত্ত বিতর্কের সূত্রপাত ২০০৮ সালে৷ তনুশ্রী দত্ত অভিযোগ করেন, ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং চলাকালীন নানা পাটেকর তাঁর শ্লীলতাহানি করেন৷ প্রতিবাদ করায় ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল তনুশ্রীকে৷ সেই জায়গায় আইটেম ডান্সের দৃশ্যে সুযোগ পান রাখি সাওয়ান্ত। রাখির সঙ্গে সেই থেকে তনুশ্রীর সম্পর্ক খুব একটা সুখের নয়৷ এক সাংবাদিক বৈঠকে রাখি বলেছিলেন, ‘‘তনুশ্রী, নানা পাটেকরের মতো একজন অভিজ্ঞ অভিনেতার বিরুদ্ধে কুত্‍সা রটাচ্ছেন। ও একটা মিথ্যেবাদী। দশ বছর কি কোমায় ছিলেন উনি?’’ তনুশ্রীকে রাখি আরও বলেন, ‘‘তনুশ্রী ইংরাজিতে কথা বলেন বলে সংবাদমাধ্যম ওকে এত পাত্তা দিচ্ছে।’’

Advertisement

[‘লোকটা আমার প্যান্টের ভিতরে হাত ঢোকানোর চেষ্টা করে’]

রাখির এই বক্তব্যে বেজায় বিরক্ত তনুশ্রী৷ তাঁর অভিযোগ, না জেনেই ভুল বলেছেন রাখি৷ তারই জবাব দিতে এবার রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মানহানি মামলার সিদ্ধান্ত তনুশ্রীর৷ দেওয়ানী ও ফৌজদারি দুই ধরনেরই মামলা রুজু করেছেন তিনি৷ রাখির বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করলেন তিনি। যদিও মামলার পালটা কোনও প্রতিক্রিয়া রাখি সাওয়ান্তের থেকে পাওয়া যায়নি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement