Advertisement
Advertisement

Breaking News

মুখ খোলার খেসারত তো দিতেই হবে, আইনি নোটিস প্রসঙ্গে বিস্ফোরক তনুশ্রী

তনুশ্রীর পাশে দাঁড়ালেন পরিণীতি চোপড়া ও অর্জুন কাপুর৷

Tanushree Dutta Gets Legal Notices From Nana Patekar, Vivek Agnihotri
Published by: Sayani Sen
  • Posted:October 4, 2018 4:14 pm
  • Updated:October 4, 2018 4:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া আইনি নোটিসে বিপাকে অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ এতদিন মৌখিকভাবেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছিলেন নানা পাটেকর৷ এবার তনুশ্রীকে আইনি নোটিস পাঠালেন তিনি৷ একইসঙ্গে অভিনেত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীও৷ কয়েকদিন আগে এই পরিচালকের বিরুদ্ধে পোশাক খুলে নাচের দৃশ্যে অভিনয় করার প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন তনুশ্রী৷ অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছি বলেই তাঁকে আইনি নোটিস পাঠানো হয়েছে বলেই জানান বাঙালি এই অভিনেত্রী৷

[জাতীয় পুরস্কার ফেরাচ্ছেন অভিনেতা প্রকাশ রাজ!]

সম্প্রতি ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং সেটে ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে মুখ খোলেন তনুশ্রী দত্ত৷ অভিনেত্রীর অভিযোগ, ওই ছবির একটি গানের শুটিং চলছিল৷ সেই সময় নানা পাটেকর তাঁকে অশ্লীলভাবে স্পর্শ করেন৷ তারপর থেকে তিনি আর কোনও ঘনিষ্ঠ মুহূর্তেই নানার সঙ্গে অভিনয় করতে রাজি হননি৷ প্রতিবাদ করায় খেসারতও দিতে হয় বলেও অভিযোগ তনুশ্রীর৷ ছবি থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাঁকে৷ শুধু তাই নয়, নানা পাটেকরের পরিকল্পনামাফিক মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তাঁর উপর হামলা চালায় বলেও অভিযোগ তনুশ্রী দত্তের৷ যদিও নানা পাটেকর নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছেন৷ তাঁর দাবি, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিং হয়েছিল৷ দশ বছর প্রচারের আলোয় আসার জন্য তনুশ্রী নাকি মিথ্যে কথা বলছেন৷ অভিনেত্রীকে আইনি নোটিস পাঠাবেন বলেও জানিয়েছেন নানা পাটেকর৷ আপাতত জয়সলমীরে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন নানা৷ ইতিমধ্যেই তনুশ্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন তাঁর আইনজীবী৷

Advertisement

শুধু নানা পাটেকরই নন, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও তুলেছিলেন বাঙালি ওই অভিনেত্রী৷ তিনি অভিযোগ করেন, ২০০৫ সালে ‘চকোলেট’ সিনেমার শুটিং চলাকালীন পরিচালক তাঁকে পোশাক খুলে নাচের প্রস্তাব দিয়েছিলেন৷ এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ইতিমধ্যেই আইনি নোটিস অভিনেত্রীর হাতে এসে পৌঁছেছে৷

[নানা-তনুশ্রী বিতর্কে নয়া মোড়, অভিনেত্রীর পাশে মানেকা গান্ধী]

তবে বিপদের দিনেও অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছে প্রায় গোটা বলিউড৷ এবার তনুশ্রীর পাশে দাঁড়ালেন পরিণীতি চোপড়া ও অর্জুন কাপুর৷ ভারতেও #MeToo পদক্ষেপ নেওয়া হোক বলেই জানিয়েছেন তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement