Advertisement
Advertisement

Breaking News

চাইলে ফিরিয়ে নিন, জাতীয় পুরস্কার বিতর্কে জবাব বিরক্ত অক্ষয়ের

পুরস্কারের জন্য কারও কাছে হাত পাতিনি, বললেন ক্ষুব্ধ অক্ষয়৷

Take It Back If You Want, Akshay Kumar says on controversial National Award
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 25, 2017 3:44 am
  • Updated:October 27, 2020 8:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে লম্বা ইনিংস খেলার পর অবশেষে প্রথমবার জাতীয় পুরস্কার হাতে তুলেছেন অক্ষয় কুমার৷ অথচ পুরস্কার পাওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা৷ প্রশংসার থেকে যেন বিতর্কই বেশি শুনতে হচ্ছে তাঁকে৷ তাঁর ঝুলিতে অ্যাওয়ার্ডের সংখ্যা নেহাত কম নয়৷ কিন্তু খিলাড়ি কুমারকে জাতীয় পুরস্কারে সম্মানিত করার বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না নিন্দুকরা৷ এবার তাঁদের কড়া জবাব দিলেন বি-টাউনের ‘রুস্তম’৷ বলে দিলেন, “চাইলে পুরস্কার ফেরত নিয়ে নিন৷”

[‘বসতে হলে পাকিস্তানে যান’, মেট্রোয় হেনস্তা মুসলিম প্রৌঢ়কে]

সোমবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অক্ষয় বলেন, “২৫ বছর ধরে শুনে আসছি, যখনই যিনি পুরস্কার পান, তা নিয়ে শুরু হয় সমালোচনা৷ নতুন কোনও ব্যাপার নয়৷ বিতর্ক তৈরি করার লোকের অভাব নেই৷ এর পাওয়া ঠিক হয়নি, ও পেলে ভাল হত- এসবই বলা হয়৷ ২৬ বছর পর আমি এই পুরস্কার জিতেছি৷ সেটাও ফেরত নিতে চাইলে নিয়ে নিন৷” ৪৯ বছর বয়সে কেরিয়ারের প্রথম জাতীয় পুরস্কার৷ আর তাতেও বিতর্কের অন্ত নেই৷ ‘রুস্তম’ ছবির জন্য বলিউড-তারকা অক্ষয় কুমারের জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে অভিযোগও উঠেছিল৷ পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই অক্ষয়কে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে বলে অনেকেই মনে করছেন৷ প্রসঙ্গত, বর্তমানে প্রিয়দর্শন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডের ফিচার ফিল্ম বিভাগের চেয়ারপার্সন৷ আবার তিনি এ বছরের জাতীয় পুরস্কার নির্বাচনের জুরি-প্রধানও ছিলেন৷ শুধুমাত্র বলিউড নয়, সোশ্যাল মিডিয়াতেও এ নিয়ে তুমুল চর্চা চলেছে৷ প্রশ্ন উঠেছে, ‘দঙ্গল’-এর জন্য আমির খান বা ‘আলিগড়’ ছবির জন্য মনোজ বাজপেয়ি কি এই পুরস্কারের বেশি যোগ্য ছিলেন না? স্বাভাবিকভাবেই সমালোচনায় জর্জরিত অক্ষয় আর নিজেকে ধরে রাখতে পারেননি৷ সে কারণেই ক্যামেরার সামনে আক্ষেপের সুরেই পুরস্কার ফিরিয়ে নেওয়ার কথা টেনে এনেছেন৷

Advertisement

[পাকিস্তানের সুনাম করলে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি বিজয়বর্গীয়র]

তবে জাতীয় পুরস্কার জেতা প্রসঙ্গে যে তিনি এই প্রথম মুখ খুললেন, তা নয়৷ কয়েকদিন আগেও তিনি বলেছিলেন, “বলিউডে ২৫ বছর কাটিয়ে ফেললাম৷ ছবি বা অ্যাওয়ার্ড পেতে কখনও কারও সামনে হাত পাতিনি৷ যখন রমেশ সিপ্পি জুরি প্রধান ছিলেন, তখন অমিতাভ বচ্চনকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল৷ প্রকাশ ঝা জুরি থাকাকালীন অজয় দেবগনও জিতেছেন৷ তখন তো কোনও কথা ওঠেনি৷ এখন কেন হচ্ছে?” তবে বন্ধু অক্ষয়ের পাশে দাঁড়িয়ে করণ জোহর বলেছিলেন, অনেক বছর আগেই খিলাড়ি কুমারের এই পুরস্কার পাওয়া উচিত ছিল৷ তিনি এর যোগ্য৷

জাতীয় পুরস্কারের পর কি তবে পদ্ম পুরস্কার? সোমবার সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে অক্ষয় বলেন, “এমন সম্মান পেতে হলে অনেক পরিশ্রম করতে হয়৷ তারপরই মানুষ মনে করবেন আপনি তার যোগ্য৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement