Advertisement
Advertisement

লাস্যময়ী ‘উমা বউদি’ হয়ে প্রোমোতেই মাত স্বস্তিকার

দেখুন প্রোমো।

Swastika sizzles in Dupur Thakurpo web series promo
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 18, 2017 1:34 pm
  • Updated:September 18, 2017 1:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাইমা সেন, পায়েল সরকারের পর এবার ওয়েব সিরিজে স্বস্তিকা মুখোপাধ্যায়। বড়পর্দায় তাঁকে অনেকবারই দেখা গিয়েছে বোল্ড চরিত্রে। এবার ওয়েব সিরিজেও বোল্ড ও সেক্সি চরিত্রে দেখা যাবে তাঁকে। ওয়েব সিরিজটির নাম ‘দুপুর ঠাকুরপো’। বাংলায় বেশ কয়েকটি ওয়েব সিরিজ নিয়ে আসছে ‘এসভিএফ এন্টারটেনমেন্ট’। তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হইচই’ ওয়েব চ্যানেলে মুক্তি পেতে চলেছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের এই নতুন ওয়েব সিরিজ। গল্পের মূল চরিত্র উমা বউদির ভূমিকায় দেখতে পাওয়া যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে।

swastika-1_web

Advertisement

[নতুন জীবনকে সেলিব্রেট করে গ্র্যান্ড রিসেপশন রিয়ার]

উত্তর কলকাতার এক ভদ্রলোক জীবনবাবু বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন তাঁর স্ত্রী উমাকে। পাড়ায় যিনি উমা বউদি নামেই জনপ্রিয়। সুন্দরী উমা বউদির বয়স কম, তিনি সুন্দরী ও আবেদনময়ী। তাঁর পরামর্শেই একতলার ঘরটি ছয়জন যুবককে ভাড়া দেন বাড়ির মালিক অর্থাৎ স্বামী জীবনবাবু। এবার ওই যুবকদের সঙ্গে কি স্বস্তিকার প্রেম জমবে? তাঁদের দুপুরের ঘুম কি কেড়ে নেবে উমা বউদি? এর উত্তর মিলবে ওয়েব সিরিজটি মুক্তি পেলে। আপাতত মুক্তি পেল এই ওয়েব সিরিজের একটি গানের প্রোমো।

swastika_web

[সাহিত্যে এত চরিত্র থাকতে কাকাবাবুকেই কেন বেছে নিলেন সৃজিত?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement