Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ায় স্তনবৃন্তের ছবি পোস্ট, কী বার্তা দিলেন স্বস্তিকা?

কেন করলেন এ ছবি পোস্ট?

Swastika Mukherjee share bold post on social media
Published by: Suparna Majumder
  • Posted:July 31, 2018 3:04 pm
  • Updated:July 31, 2018 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতে বাঁধা জীবনের তোয়াক্কা তিনি কোনওদিনই করেননি। সমাজের রক্তচক্ষুর পরোয়াও তাঁর স্বভাবে নেই। মুক্ত বিহঙ্গের মতো বাঁচাটাই অভ্যাস। সে অভ্যাস ক্যামেরার সামনেও বারবার দেখা গিয়েছে। ‘উমা বউদি’কে স্বস্তিকা মুখোপাধ্যায় যেভাবে ক্যামেরার সামনে তুলে ধরেছেন, সেই লাস্য উত্তরসূরিদের মধ্যে খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছেন দর্শকরা। কিন্তু মতের অমিল হওয়ায় সে খোলস ছেড়ে বেরিয়ে আসতেও দ্বিধা করেননি অভিনেত্রী। এবার দ্বিধা করলেন না সোশ্যাল মিডিয়ায় স্তনের ছবি পোস্ট করতেও। হ্যাঁ, নিজের সাম্প্রতিক পোস্টে নারীর স্তনবৃন্তের ছবিই দিয়েছেন নায়িকা। আর ক্যাপশনে নারী শরীরকে শালীনতার মাপকাঠিতে মাপা সমাজকে একহাত নিয়েছেন তিনি।

 

#Repost @anushkadisco with @get_repost ・・・ Repost @mariussperlich . That social media don’t allow female nipples to be shown isn’t social media’s fault, it’s society’s. You named these painters Chad and Alan, but they are more than that – they are every one of us. They reflect our society, a society of censorship and policing of females bodies. For social media policies to change, we must change. Concept & Photography: @mariussperlich Make Up Artist: @joannabacas #censorship #freethenipple #statement #teamsperlich #closeup #mariussperlich #makeupmarius #berlin #memerius

Advertisement

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13) on

[জনপ্রিয় গায়ক মিকা সিংয়ের বাড়িতে চুরি, খোয়া গেল লক্ষাধিক টাকার জিনিস]

প্রখ্যাত শিল্পী মারিয়াস স্পারলিচের ছবি পোস্ট করেছেন স্বস্তিকা। যাঁর ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘নারী শরীরের স্তনবৃন্তের ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করতে দেয় না। এটা সোশ্যাল মিডিয়ার সমস্যা নয়, সমস্যা সমাজের। আপনারা এই চিত্রশিল্পীদের যা খুশি বলতে পারেন, কিন্তু এঁরা তার থেকেও অনেক বেশি কিছু। আদতে আমাদেরই একজন। এঁরা আমাদের সমাজকে প্রতিফলিত করে, নারী শরীর নিয়ে সমাজের রক্ষণশীলতা ও নীতিপুলিশগিরিকেই তুলে ধরে। সোশ্যাল মিডিয়ার নীতির পরিবর্তন করতে গেলে আগে আমাদের পালটাতে হবে।’

‘দুপুর ঠাকুরপো’ বিতর্ককে পিছনে ফেলে আপাতত বলিউডে ফিরেছেন নায়িকা। মুকেশ ছাবরা পরিচালিত ছবি ‘কিজি অউর ম্যান্নি’-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে। বেস্ট সেলার উপন্যাস তথা হলিউড ছবি ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’-এর অফিশিয়াল রিমেক এ ছবি।

[সেপ্টেম্বরেই নিকের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement