Advertisement
Advertisement

Breaking News

এবার #MeToo-তে অমিতাভ? নামী হেয়ার স্টাইলিস্টের টুইটে গুঞ্জন

বলিউডে শুরু জোর জল্পনা৷

Swapna Moti Bhabnani joins #MeToo movement
Published by: Sayani Sen
  • Posted:October 12, 2018 8:49 pm
  • Updated:October 12, 2018 8:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা পাটেকর-তনুশ্রী দত্তকে দিয়ে শুরু হওয়া গুঞ্জন নিয়েছে বিরাটাকার৷ বলিউডে উঠেছে #MeToo ঝড়৷ অভিনেত্রী, মডেলদের একের পর এক অভিযোগের তিরে বিদ্ধ সেলিব্রিটিরা৷ এবার অভিযোগের আঙুল উঠেছে খোদ অমিতাভ বচ্চনের দিকে৷ সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট স্বপ্না মোতি ভবনানি টুইটের মাধ্যমে বিগ বি-কে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন৷

[সাক্ষাৎকারের নামে ‘যৌন হেনস্তা’, কাঠগড়ায় সাজিদ খান]

‘পিংক’ সিনেমায় তিন তরুণীর বিরুদ্ধে ঘটে যাওয়া এক অন্যায়ের প্রতিবাদ করতে দেখা গিয়েছিল বিগ বি-কে৷ সেই প্রসঙ্গ উল্লেখ করেই স্বপ্না লিখেছেন,’পিংক’ ছবির মাধ্যমে আপনি একজন সমাজ সংস্কারক রূপে প্রতিষ্ঠা করেছে। আপনার সেই ইমেজও নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি সত্যি সামনে আসবে৷ মনে হয়, আপনি এখন হাত কামড়াচ্ছেন। কারণ, নখ কম পড়বে আপনার।” এই টুইট করে ‘মি টু’ মুভমেন্টেও শামিল হয়েছেন স্বপ্না৷ তাঁর টুইটটি অমিতাভ বচ্চনকেও ট্যাগ করেছেন স্বপ্না৷

Advertisement

[পানীয়তে মাদক মিশিয়ে ‘ধর্ষণ’, #MeToo তালিকায় জুড়ল সুভাষ ঘাইয়ের নাম]

[বিয়ের নামে প্রতারণা করেছে হৃতিক, ফের বিস্ফোরক কঙ্গনা]

এই পোস্টে রীতিমতো জল্পনা শুরু হয়েছে সব মহলে। এবার কি তবে #Me Too মুভমেন্টে নাম জুড়তে চলেছে শাহেনশারও, উঠছে সেই প্রশ্ন৷ নানা পাটেকর ও তনুশ্রী দত্তের ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীরব ছিলেন অমিতাভ৷ কেউ কেউ সেই প্রসঙ্গ তুলে কটাক্ষও করছেন বিগ বি-কে৷ তবে কী তাঁর বিরুদ্ধে আঙুল উঠতে পারে ভেবেই, চুপ ছিলেন অমিতাভ? এই প্রশ্ন করতেও ছাড়েননি সমালোচকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement