সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ বছর আগে এই শহরই তাঁকে দিয়েছিল বিশ্বজয়ীর সম্মান। অষ্টাদশী শ্যামলা তন্বীর মাথায় উঠেছিল বিশ্বসুন্দরীর মুকুট। এবার সেই শহরেই ফিরে যাচ্ছেন তিনি। সেই একই প্রতিযোগিতা। কিন্তু এবার প্রতিযোগী নয়, বিচারকের বেশে।
ঠিক ২৩ বছর আগে ফিলিপিনসের ম্যানিলা শহরে মিস ইউনিভার্স খেতাব জিতে দেশকে গৌরব এনে দিয়েছিলেন সুস্মিতা সেন। সেদিনের অষ্টাদশী আজ ৪১। এবার তিনিই এবছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর আসন অলঙ্কৃত করবেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেকথা ফাঁস করলেন সুস্মিতা নিজেই। ছবি পোস্ট করে লিখলেন, ‘যে ম্যানিলা তাঁকে বিশ্বজয়ীর সম্মান দিয়েছিল, সেখানেই ফিরে যাওয়ার সুযোগ পেয়ে তিনি খুব খুশি।’
এমাসের ৩০ তারিখ হবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভারতের প্রতিনিধিত্ব করবেন রশ্মিতা হারমূর্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.