Advertisement
Advertisement

Breaking News

ফের বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে সুস্মিতা

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেকথা ফাঁস করলেন সুস্মিতা নিজেই।

Sushmita Sen to judge miss universe 2017 pageant
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 21, 2017 6:10 pm
  • Updated:January 21, 2017 6:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৩ বছর আগে এই শহরই তাঁকে দিয়েছিল বিশ্বজয়ীর সম্মান। অষ্টাদশী শ্যামলা তন্বীর মাথায় উঠেছিল বিশ্বসুন্দরীর মুকুট। এবার সেই শহরেই ফিরে যাচ্ছেন তিনি। সেই একই প্রতিযোগিতা। কিন্তু এবার প্রতিযোগী নয়, বিচারকের বেশে।

ঠিক ২৩ বছর আগে ফিলিপিনসের ম্যানিলা শহরে মিস ইউনিভার্স খেতাব জিতে দেশকে গৌরব এনে দিয়েছিলেন সুস্মিতা সেন। সেদিনের অষ্টাদশী আজ ৪১। এবার তিনিই এবছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর আসন অলঙ্কৃত করবেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেকথা ফাঁস করলেন সুস্মিতা নিজেই। ছবি পোস্ট করে লিখলেন, ‘যে ম্যানিলা তাঁকে বিশ্বজয়ীর সম্মান দিয়েছিল, সেখানেই ফিরে যাওয়ার সুযোগ পেয়ে তিনি খুব খুশি।’

Advertisement

Getting ready with a dancing heart!!!!! 💃🏻😍👏❤️😀I am soooooooo excited, emotional and looking forward to returning home to the #Philippines after #23years 😇💃🏻✈️❤ it’s where it all began #manila1994 #missuniverse1994 😍👏💃🏻life comes a full circle, from winning Miss Universe, to having owned its Indian Franchise to now…returning back to #Manila this time as a #judge at the 65th Miss Universe pageant!!!😊❤😇💃🏻💃🏻💃🏻to all my #filipino friends who have been graciously asking…I can now confirm…yesssssss!!!! I am coming!!!😄❤️💃🏻😍✈️🎵 Mahal Kita Philippines 👏👏👏❤️💃🏻see u sooooooon!!!!!🌹❤️😍

A photo posted by Sushmita Sen (@sushmitasen47) on

এমাসের ৩০ তারিখ হবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভারতের প্রতিনিধিত্ব করবেন রশ্মিতা হারমূর্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement