Advertisement
Advertisement

‘ব্যোমকেশ বক্সি’র পর ফের শহরে শুটিংয়ে সুশান্ত

দেখেছেন ছবির পোস্টার?

Sushant Singh Rajput to shoot ‘Kizie and Manny’ scene in Kolkata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 10, 2018 3:52 pm
  • Updated:July 10, 2018 3:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় তিনি আগেও এসেছেন। হয়েছেন ব্যোমকেশ বক্সি। যদিও দর্শকদের মন জয় করতে পারেননি সে চরিত্রে। তবে তাঁর মনে তিলোত্তমা স্থায়ী জায়গা করে নিয়েছে। তাই বারবার সুশান্ত সিং রাজপুতের কথায় কলকাতা প্রেমের কথা ফুটে উঠেছে। জানিয়েছেন, সুযোগ পেলে বেশ কিছুদিন এই শহরে কাটাতে চান তিনি। সেই সুযোগটাই পেয়ে গেলেন সুশান্ত সিং রাজপুত। শোনা গিয়েছে, নিজের নতুন ছবির শুটিংয়ের জন্য সেপ্টেম্বরেই কলকাতায় আসবেন অভিনেতা। বেশ কিছুদিন থাকবেন শহরে।

[অভিষেকের আবদার, বিশ্বকাপ ফাইনালের জন্য রাশিয়া যাচ্ছেন অমিতাভ!]

Advertisement

জন গ্রিনের জনপ্রিয় উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ অবলম্বনে সিনেমা তৈরি করেছিলেন পরিচালক জশ বুন। ছবির নামও ছিল এক। ২০১৪ সালে মুক্তি পাওয়া সে সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন শেইলিন উডলি ও অ্যানজেল এলগর্ট। থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হেজল গ্রেস (শেইলিন)। এক সাপোর্ট গ্রুপে গিয়ে তার দেখা হয় আগস্টাস ওয়াটার্সের (অ্যানজেল) সঙ্গে। বোন ক্যানসারে আক্রান্ত সেও। মরণাপন্ন দু’টো মানুষ হঠাৎ স্বপ্ন দেখতে শেখে। একসঙ্গে বাঁচার স্বপ্ন। তা কি পূরণ হবে? এমনই এক কাহিনি দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। ব্লকবাস্টারের তকমা পেয়েছে বুন-এর ছবি। সেই ছবিকেই হিন্দিতে তৈরি করতে চলেছেন বলিউডের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। এটাই পরিচালক হিসেবে তাঁর প্রথম ছবি হতে চলেছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘কিজি ও ম্যান্নি’ প্রথম ঝলক। ছবিতে সুশান্তের সঙ্গে দেখা যাবে নবাগতা সঞ্জনা সাংঘিকে।

 

জানা গিয়েছে, ছবির বেশ কিছুটা অংশ ঝাড়খণ্ডে শুট হবে। সেখান থেকেই কলকাতায় আসবে গোটা টিম। এখানেও খানিকটা শুটিং হবে। তখনই কলকাতায় থাকার সুযোগ পাবেন সুশান্ত। এই শহরে আসলেই নিজের ডায়েট ভুলে যান সুশান্ত। মাছ-ভাত ও মিষ্টি নাকি তার চাই-ই চাই!

[দেশপ্রেম ও সন্ত্রাসবাদের চিরাচরিত দ্বন্দ্ব উঠে এল ‘মুলক’-এর ট্রেলারে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement