Advertisement
Advertisement

Breaking News

মা হতে চলেছেন সুরভিন, ইনস্টাগ্রামে স্পেশ্যাল পোস্ট অভিনেত্রীর

২০১৫ সালে ইটালিতে বিয়ে করেছিলেন ‘হেট স্টোরি ২’ খ্যাত সুরভিন চাওলা৷

Surveen Chawla is Pregnant
Published by: Sayani Sen
  • Posted:November 8, 2018 9:33 pm
  • Updated:November 8, 2018 9:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে সেরেছিলেন চুপিসারে৷ কাক-পক্ষীও টের পায়নি৷ এমনই গোপনে গোপনে বিয়ে সেরে ফেলেছিলেন সুরভিন চাওলা৷ কিন্তু বিয়েটা লোকানো যায়, মাতৃত্ব নয়৷ আর ঠিক এমনটিই ঘটল৷ পরিবারে নতুন অতিথি আসার সুসংবাদ লুকিয়ে রাখেননি তিনি৷ ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে ছবি দিয়ে সবাইকে সুরভিন জানিয়ে দিলেন তিনি মা হতে চলেছেন৷

[‘বিগ বস’-এর মঞ্চে আবারও একসঙ্গে শাহরুখ-সলমন!]

বৃহস্পতিবার সুরভিন সোশ্যাল মিডিয়ায় স্বামী অক্ষয় ঠাক্করের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন। ফটো ফ্রেমে বাঁধানো ওই ছবিটি৷ তার সামনে রাখা ছিল বাচ্চাদের জুতো। ঘোষণা করেন মা হওয়ার খবর।

Advertisement

[ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড গড়ল ‘জিরো’-এর ট্রেলার]

ইনস্টাগ্রামে হবু মা সুরভিন লিখলেন, ‘‘এই সময়টায় আমার জীবনে এমন কিছু ঘটছে, যা ঘটারই কথা ছিল৷ কিছুটা বিস্ময়ের মতোই৷ তবে এই বিস্ময় অত্যন্ত মিষ্টি৷ ছোট্ট দুটি পায়ে আমাদের জীবনে নতুন জীবন আসছে৷’’

২০১৫ সালে ইতালিতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন সুরভিন চাওলা ও অক্ষয় ঠাক্কার। তবে, গত ডিসেম্বরে তিনি সোশ্যাল মিডিয়াতে তাঁর বিয়ের কথা জানান। এই সুসংবাদে খুশি তাঁর ফ্যানেরা৷ সোশ্যাল মিডিয়ায় আপাতত শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তিনি৷

[অনুষ্কার জায়গা পেতে চেয়েছিলেন ক্যাটরিনা!]

সুরভিন চাওলা একতা কাপুরের ‘কহিঁ তো হোগা’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই টেলিভিশনে অভিষেক ঘটান৷ ‘কসৌটি জিন্দগী কে’ ও ‘কাজলে’র মতো টিভি শোতেও অভিনয় করেছেন। ‘হাম তুম শাবানা’র মধ্যে দিয়ে বলিউডের পা রাখেন৷ সফল চলচ্চিত্র ‘হেট স্টোরি ২’ এবং ‘পার্চড’। ‘সেক্রেড গেমস’-এর মাধ্যমে সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছেন৷ তার উপর আবার বাড়িতে নতুন অতিথি আসার খবর৷ সব মিলিয়ে বলা যেতেই পারে, ইদানীং সময়টা বেশ ভালই যাচ্ছে সুরভিনের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement